Roktobeej: Nandita Roy And Shiboproshad Mukherjee Started Shooting For The Film Roktobeej, Know In Details

কলকাতা: ঠিক যেমনটা কথা ছিল। আজ থেকে শ্যুটিং শুরু হল শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy)-এর নতুন ছবি রক্তবীজ (Roktobij)-এর। আজ বেলঘড়িয়া রাজবাড়িতে শুরু হল ছবির শ্যুটিং। সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় ক্ল্যাপস্টিকের ছবি পোস্ট করা হয়েছে প্রযোজনা সংস্থা উইন্ডোজ (Windows)-এর তরফ থেকে।

খাগড়াগড় বিস্ফোরণের প্রেক্ষাপটে তৈরি এই ছবির কাস্টিংয়ের তালিকা বেশ লম্বা। ‘রক্তবীজ’-এ রয়েছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee), অনুসূয়া মজুমদারের (Anushua Majumdar), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), সত্যম ভট্টাচার্য্য (Satyam Bhattacharyya), অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya) ও দেবাশীষ মণ্ডল (Debashish Mondal)। 

এই ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee)। এর আগে অবশ্য সম্পূর্ণ নিজে দুটি ছবি বানিয়ে ফেলেছেন অরিত্র। ‘বাবা, বেবি, ও’ এবং ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। মুক্তির অপেক্ষায় তাঁর তৃতীয় ছবি ‘ফাটাফাটি’ ও। রক্তবীজে সহকারী পরিচালক হিসেবে রয়েছেন তিনি। এই কাজ নিয়ে এবিপি লাইভকে অরিত্র বলেন, ‘আমি কেরিয়ার শুরু করেছি দাদা ও দিদির সঙ্গে (শিবপ্রসাদ ও নন্দিতা)। আমরা সবসময়েই একটা টিম হিসেবে কাজ করি। ‘গোত্র’-র পরে ‘রক্তবীজ’, ৪ বছর পরে ৩ জনে একসঙ্গে কাজ করছি আমরা। ভীষণ ভাল লাগছে।’

আরও পড়ুন: Sameer Khakhar Death: প্রয়াত শাহরুখ, সলমনের সহ অভিনেতা, শোকের ছায়া বলিউডে

কলকাতা, বোলপুর ও আশেপাশের অঞ্চলে হবে ছবির শ্যুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে এই ছবি পুজোর সময় মুক্তি পাওয়ার কথা। আজকের শ্যুটিংয়ে অবশ্য সমস্ত কলাকুশলীরা উপস্থিত ছিলেন না। আপাতত কলকাতায় শ্যুটিংয়ের অংশ চলছে। থ্রিলার ঘরানার এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে আবির ও মিমিকে। এর আগে একসঙ্গে একাধিক কাজ করেছেন এই দুই তারকা। তবে জুটি হিসেবে বড়পর্দায় দেখা যায়নি তাঁদের। অন্যদিকে বিভিন্ন বিজ্ঞাপনে শিবপ্রসাদ ও নন্দিতার পরিচালনায় কাজ করলেও, এই প্রথম তাঁদের পরিচালনায় ছবিতে অভিনয় করবেন আবির।

Read also  রাতের আকাশে আরও এক বিরল দৃশ্য, শুক্র আর শনি গ্রহকে দেখা যাবে এক ফ্রেমে , Venus and Saturn are visible in Earth sky as a rare celestial dance.

অন্যদিকে এই ছবির হাত ধরেই ভিক্টরের সঙ্গে প্রথম কাজ করবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। সোশ্যাল মিডিয়ায় ভিক্টর ও অনুসূয়ার সঙ্গে ছবি শেয়ার করে শিবপ্রসাদ খবর দিয়েছেন ‘নতুন কাজ’-এর। ছবির মুখ্য চরিত্রে মিমি ও আবির থাকলেও, সমান গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই দুই বয়োজ্যেষ্ঠ তারকাকে। এছাড়াও, দেবাশীষ ও সত্যমও প্রথম কাজ করছেন উইন্ডোজ-এর সঙ্গে। 

 




Source link