২০২১ সালে মা-কে হারিয়েছেন টলিউডের অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। দিনকয়েক আগে মাদার্স ডে-র দিন মায়ের সঙ্গে ছোটবেলার ছবি শেয়ার করে নিযেছিলেন। তবে অভিনেত্রীর মায়ের অভাব খানিকটা হলেও পূরণ করলেন তাঁর বাবা। নিজের হাতে জামাইষষ্ঠীর আয়োজন করলেন মেয়ে আর জামাইয়ের জন্য়। (ছবি-ইনস্টাগ্রাম)
2/5বৃহস্পতিবার জামাইষষ্ঠীর একাধিক ছবি শেয়ার করলেন ঋদ্ধিমা ইনস্টাগ্রামে। লিখলেন, ‘জামাইষষ্ঠী। মা তোমায় খুব মিস করেছি’। জামাই-শ্বশুর দুজনেই এদিন পরেছিলেন নীল রঙের পঞ্জাবি। গৌরবকে আশীর্বাদ করেন ঋদ্ধিমার বাবা। অভিনেত্রীর এই পোস্ট মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের। 3/5ভাত, পোলাও, লুচি, নানারকমের ভাদা, ডাল, পটল, মাছ, মটনের মতো একাধিক জিভে জল আনা খাবার ছিল মেনুতে। ছিল নানারকমের মিষ্টি, আম, লিচু, দই, চাটনি। (ছবি-ইনস্টাগ্রাম)
4/5২০১০ সালে ‘রং মিলান্তি’র স্ক্রিপ্ট রিডিং সেশনে প্রথম দেখা গৌরব-ঋদ্ধিমার। প্রথম দেখাতেই প্রেম। তারপর ২০১৭ সালের ২৮শে নভেম্বর সাত পাকে বাঁধা পড়েন। পয়লা বৈশাখের দিন দিয়েছিলেন মা-বাবা হতে চলার সুখবর। সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন তাঁরা। লিখেছিলেন, ‘একটা দুর্দান্ত রোমাঞ্চ শুরু হল বলে…. পয়লা বৈশাখের এই শুভ দিনে আমরা খুব খুশির সঙ্গে জানাচ্ছি যে আমরা দু’জনে বাবা-মা হতে চলেছি। দয়া করে আমাদের জন্য প্রার্থনা করবেন’।5/5ঋদ্ধিমার মা রিমা ঘোষ করোনা আক্রান্ত হয়ে মারা যান ২০২১ সালে। মা-কে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখেছিলেন, ‘এখনও বিশ্বাস হচ্ছে না মা তুমি নেই! এত তাড়াতাড়ি তুমি চলে গেলে! এত তাড়াতাড়ি? আমি তোমার অনুপস্থিতি প্রতিদিন, প্রতি নিঃশ্বাসে টের পাচ্ছি। খুব যন্ত্রণা হচ্ছে, অথচ আমার কষ্টটা লাঘব করবার জন্য তুমি নেই। আমি জানি না, আমার এই জীবনটা তোমায় ছাড়া কেমনভাবে কাটবে? তোমাকে আজীবন গর্বিত করার চেষ্টা চালিয়ে যাব। আজীবন আমার মধ্যেই থেকে যাবে তুমি। তোমার মতো আর কেউ কোনওদিন ভালোবাসবে না মা। তোমায় ছাড়া অসম্পূর্ণ আমি। ভালো থেকো মা। হাসতে থেকো।’