Ram Gopal Varma: ‘ভীষণ আনন্দিতবোধ করছি’, পাশ করার ৩৭ বছর পর B.Tech ডিগ্রি পেলেন রাম গোপাল ভার্মা

বিটেক পড়া শেষ হয়ে গিয়েছে প্রায় চার দশক হতে চলল। অবশেষে ৩৭ বছর পর ব্যাচেলর অব টেকনোলজির ডিগ্রি হাতে পেলেন পরিচালক রাম গোপাল ভার্মা! ডিগ্রি পাওয়ার পর টুইটারে পোস্ট করে সকলের সঙ্গে নিজেই এই খবর ভাগ করে নেন তিনি।

বিটেক ডিগ্রি পাওয়ার পর টুইটারে একটি পোস্ট করেন পরিচালক। তিনি লেখেন, ‘ভীষণ আনন্দিত বোধ করছি এটা জানাতে যে পাশ করার ৩৭ বছর পর আমি আমার বিটেক ডিগ্রি পেলাম। ১৯৮৫ সালে আমি এই ডিগ্রি তখন নিইনি কারণ আমি, জানতাম আমার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি কোনও আগ্রহ নেই। আমি এটা করব না।’ এরপর তিনি তাঁর কলেজ, আচার্য নাগার্জুন বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানান। সঙ্গে একটি চুমুও দেন! শত হলেও ৩৭ বছর পর তাঁকে ডিগ্রি যে দিল!

১৯৮৫ সালে অন্ধ্র প্রদেশের আচার্য নাগার্জুন বিশ্ববিদ্যালয় থেকে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। তিনি সেকেন্ড ক্লাস ডিভিশনে পাশ করেন। তাঁর এই পোস্টে ইতিমধ্যেই ১৩ হাজার ৫০০ লাইক ছাড়িয়ে গিয়েছে। ৯ লাখের বেশি মানুষ দেখেছেন এই পোস্ট। বহু নেটিজেনরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন এই ডিগ্রি পাওয়ার জন্য। এক ব্যক্তি লেখেন, ‘ওহ, এটা তো অভাবনীয়! দারুণ। অনেক শুভেচ্ছা নেবেন। আমার খুব ভালো লাগছে এটা দেখে।’ আরেক ব্যক্তি লেখেন, ‘সিভিল ইঞ্জিনিয়ারিং! এই জন্যই আপনি আপনার ছবিতে যত রাজ্যের নির্মীয়মান বাড়ি, ইত্যাদি দেখান!’ আরেক ব্যক্তি তাঁর এই পোস্টে লেখেন, ‘ভীষণ মিষ্টি স্যার। আমিও ইঞ্জিনিয়ারিংয়ে সেকেন্ড ক্লাস পেয়ে পাশ করেছিলাম। আশা করছি আমিও কোনদিন আপনার মতো পরিচালক হতে পারব।

সত্য, সরকার, সরকার রাজ, কোম্পানি, রঙ্গিলা, ইত্যাদি ছবির পরিচালনা করেছেন রাম গোপাল ভার্মা।

Source link

Read also  kiara advani and sidharth malhotra look dashing in western outfit in their wedding reception in mumbai – News18 Bangla