rabindra sangeet singer sumitra sen is critical
#কলকাতা: গুরুতর অসুস্থ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। নিউমোনিয়ায় আক্রান্ত। গত ২১ ডিসেম্বর তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্ষীয়ান শিল্পীর শারীরিক অবস্থা সঙ্কটজনক, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।
তাঁর দুই মেয়ে ইন্দ্রাণী সেন এবং শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে জনপ্রিয়। মায়ের থেকেই গানের শুরুটা তাঁদের।
আরও পড়ুূন : সন্তানের জন্ম দিলে যদি কেরিয়ার শেষ হয়ে যায়, কখনও আফসোস করব না : অকপট আলিয়া
আরও পড়ুন : পার্কস্ট্রিটে বছরের প্রথম দিনেই ক্যামেরায় ধরা দিলেন উষসী চক্রবর্তী, কী বললেন?
তবে অবস্থা বেশ সঙ্কটজনক। বর্তমানে তাঁর বয়স ৯০ বছর। তাই পরিবার সূত্রে জানা গিয়েছে যে, হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali music, Rabindra Sangeet, Tollywood