Priyanka Chopra: ব্যাকলেস গাউনে ছবি তোলালেন প্রিয়াঙ্কা, পোশাকটির দাম শুনলে চোখ কপালে উঠবে

অভিনয়ের পাশাপাশি ফ্য়াশন সেন্স নিয়েও চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গত সপ্তাহে এক বিদেশি ম্যাগাজিনের ফটোশ্যুটের পর চর্চায় দেশি গার্ল। ‘দ্য জো রিপোর্টে’র জন্য তাঁর সর্বশেষ কভারশ্যুট ইন্টারনেটে সাড়া ফেলছে।

ম্যাগাজিনের সঙ্গে ফটোশ্যুটের পাশাপাশি প্রিয়াঙ্কা তাঁর নতুন থ্রিলার স্পাই সিরিজ ‘সিটাডেল’, সেরা ফ্যাশন পরামর্শ, পারিবারিক জীবন এবং আরও অনেক কিছু সম্পর্কে কথা বলেছেন। গরমের ফ্য়াশনের কথা মাথায় রেখে প্রিয়াঙ্কার এই ফটোশ্যুট বেশ সাহসী। ব্যাকলেস সবুজ পোশাকে সবথেকে বেশি চর্চায় প্রিয়াঙ্কা। এই পোশাকের দাম শুনলে যে কোনও সাধারণ ঘরের মানুষের চোখ কপালে উঠবে।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় চরম সাহসী ম্যাগাজিন ফটোশ্যুট, ব্যাকলেস আউটফিটে আগুন প্রিয়াঙ্কা

ম্যাগাজিনের ফটোশ্যুটের একটি ছবিতে মাইকেল কর্স কালেকশনের পোশাক পরেছিলেন প্রিয়াঙ্কা। ফটোশ্যুটের ছবি শেয়ার করে ক্যাপশনে প্রিয়াঙ্কা লেখেন, ‘টপাঙ্গার সুন্দর সান্তা মনিকা পর্বতমালা দেখেছেন আপনি, গরমের দিন, চারিদিক সুন্দর ফুরফুরে। এই ছবিগুলির পিছনের গল্প হল, আমরা @thezoereport-এর জন্য শ্যুট করেছি’। অভিনেত্রীকে ছবিতে আউটডোরে শ্যুট করতে দেখা গিয়েছে। দেখুন ছবি-

প্রিয়াঙ্কা চোপড়া ‘দ্য জো রিপোর্টে’র কভার শ্যুটের জন্য ব্যাকলেস মাইকেল কর্স গাউনে পোজ দিয়েছেন।

প্রিয়াঙ্কার সবুজ পোশাকের দাম কত?

প্রিয়াঙ্কার পরনে এনসেম্বলটিকে ক্যাসকেড মেটাল কলার গাউন বলা হয়। চুন সবুজ রঙের এই পোশাকে বোল্ড লুকে ধরা দিয়েছেন পিগি চপস। নিজের ওয়ারড্রোবে যোগ করতে চান এই পোশাক? এর দাম ৩ লাখ ৪০ হাজার ৬০৬ টাকা। সাদা বালির কাছে সমুদ্র সৈকতে কিংবা নীল জলের মধ্যে গরমের আউটফিট হিসেবে বেছে নিতে পারেন এই পোশাক।

<p>কভার শ্যুটের জন্য প্রিয়াঙ্কা চোপড়া যে ব্যাকলেস গাউনটি পরেছিলেন (bloomingdales.com)</p>

কভার শ্যুটের জন্য প্রিয়াঙ্কা চোপড়া যে ব্যাকলেস গাউনটি পরেছিলেন (bloomingdales.com)

প্রিয়াঙ্কা এই পোশাকের সঙ্গে সোনার বুলগারি সর্পেন্টাইন ঘড়ি এবং আংটি পরেছেন। ছবিতে বেশ ফ্যাশনেবল এবং সাহসী লুকে দেখা যাচ্ছে তাঁকে। নেটিজেনরা প্রিয়াঙ্কার ছবিতে প্রশংসা এবং ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

Read also  New Onscreen Couple Vicky Kaushal, Sara Ali Khan Starrer New Movie 'Zara Hatke Zara Bach Ke' To Release On 2 June

২০০০ সালে বিশ্ব সুন্দরী খেতাব জেতার পর তামিল ছবির সঙ্গে অভিনয়ে ডেবিউ করেন প্রিয়াঙ্কা। বলিউডে তাঁর প্রথম ছবি ছিল ‘দ্য হিরো: লাভ স্টোরি অফ এ স্পাই’। আপতত স্বামী, একমাত্র কন্যা সন্তানকে নিয়ে লস অ্যাঞ্জেলসে থাকেন অভিনেত্রী।

আপাতত হলিউড প্রোজেক্ট ‘হেডস অফ স্টেট’ নিয়ে আপতত ব্যস্ত প্রিয়াঙ্কা। এছাড়াও রুশো ব্রাদার্সের ওয়েব সিরিজ ‘সিটাডেলে’ দেখা যাবে তাঁকে। শীঘ্রই ফারহান আখতারের ‘জি লে জারা’র সঙ্গে বলিউডে ফিরবেন দেশি গার্ল।

Source link