Priyanka Chopra: ‘অন্তর্বাস দেখাতে হবে’, পরিচালকের মুখে একথা শুনে ছবি ছাড়েন প্রিয়াঙ্কা!

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির ‘গ্লোবাল অ্যাম্বাসেডর’ প্রিয়াঙ্কা চোপড়া। পশ্চিমী দুনিয়ায় যে সাফল্য অর্জন করেছেন ‘দেশি গার্ল’, তা এককথায় ঈর্ষনীয়! মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের মধ্য দিয়ে চর্চায় উঠে আসা পিগি চপসের। এরপর বলিউডে আত্মপ্রকাশ। কিন্তু রুপোলি দুনিয়ায় তাঁর সফর সহজ ছিল না। জানেন কি একবার এক ছবির শ্যুটিংয়ে এক পরিচালক প্রিয়াঙ্কার ‘অন্তর্বাস দেখতে চেয়েছিলেন’। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। অভিনেত্রীর কথায়, সেই মুহূর্তটা ‘অমানবিক’ ছিল। পরিচালকের নাম বা ছবির নাম ফাঁস করেননি নিক ঘরণী। তবে জানান ২০০২-০৩ সাল নাগাদ এই ঘটনার সম্মুখীন হয়েছিলেন তিনি। 

ছবিতে ‘আন্ডারকভার এজেন্ট’-এর চরিত্রে অভিনয় করছিলেন পিগি চপস। ‘দ্য জো রিপোর্ট’কে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘সময়টা ছিল ২০০২-০৩, আমি আন্ডারকভারের চরিত্রের ছিলাম এবং একজন পুরুষকে সিডিউস (প্রলুব্ধ করা) করছিলাম—আন্ডারকভার থাকাকালীন তেমনটা করতে হয়, সেটা স্বাভাবিক। একটা মুহূর্ত ছিল যেখানে আমাকে পোশাক খুলতে হত। আমি চেয়েছিলাম বেশ কয়েকটি পোশাক পরতে। কিন্তু পরিচালক বললেন, আমি অন্তর্বাস (আন্ডারওয়ার) দেখতে চাই। না হলে,কেউ ছবিটা দেখতে আসবে কেন?’

এরপর প্রিয়াঙ্কা যোগ করেন, ‘উনি শুধু আমাকে এই কথা বলেননি। আমার স্টাইলিস্টকে এই নির্দেশ দেন উনি। ওই মুহূর্তটা খুব অমানবিক ছিল। মনে হয়েছিল, আমার শিল্পটা গুরুত্বপূর্ণ নয়, আমাকে কীভাবে ব্যবহার করা যাবে সেটাই জরুরি। আমি কী কাজ করতে পারি সেটা না’। ওই ছবিতে দু-দিন কাজ করার পর ছবিটি ছেড়ে বেরিয়ে আসেন প্রিয়াঙ্কা। বাবা, অশোক চোপড়ার নির্দেশে ওই দু-দিনে তাঁর পিছনে প্রযোজনা সংস্থার যা যা খরচ হয়েছে সেই সমস্ত টাকা ফেরত দেন প্রিয়াঙ্কা। পারিশ্রমিকের আগাম টাকাও ফিরিয়ে দেন।

এর আগে নিজের আত্মজীবীনী ‘আনফিনিশড’-এ এই ঘটনার উল্লেখ করেছিলেন প্রিয়াঙ্কা। নায়িকার কথায়, ওই পরিচালকের চোখে চোখ রেখে কাজ চালিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভবপর ছিল না। এমনকি ওই ছবি ছেড়ে বেরিয়ে আসবার পর অন্য এক ছবির সেটে সেই পরিচালকের সঙ্গে দেখা হয় নায়িকার। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছিল, যে সলমনকে সেই সময় সামাল দেওয়ার জন্য হস্তক্ষেপ করতে হয়েছিল।

Read also  Amitabh Bachchan: ‘এরকম আকার কেন!’, নতুন সংসদভবন নিয়ে প্রশ্ন তুললেন অমিতাভ, জবাব দেবেন মোদী?

আরও পড়ুন-মেয়েকে বাইবেলের পাঠ দিতে চান নিক, হিন্দুধর্ম নিয়েও বড় মন্তব্য প্রিয়াঙ্কার বরের

২০০০ সালে বিশ্ব সুন্দরী খেতাব জেতার পর তামিল ছবির সঙ্গে অভিনয়ে হাতেখড়ি হয় প্রিয়াঙ্কার। বলিউডে পিগি চপসের প্রথম ছবি ছিল ‘দ্য হিরো: লাভ স্টোরি অফ এ স্পাই’। আপতত স্বামী-সন্তানকে নিয়ে লস অ্যাঞ্জেলসে থাকেন অভিনেত্রী। পরবর্তী হলিউড প্রোজেক্ট ‘হেডস অফ স্টেট’ নিয়ে আপতত ব্যস্ত প্রিয়াঙ্কা। এছাড়াও রুশো ব্রাদার্সের ওয়েব সিরিজ ‘সিটাডেলে’ দেখা মিলছে মালতি-জননীর। শীঘ্রই ফারহান আখতারের ‘জি লে জারা’র সঙ্গে বলিউডে ফিরবেন দেশি গার্ল।

 

 

Source link