Pavan Kirpalani’s Gaslight Was Shot In 36 Days


কলকাতা: এই ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করছেন বিক্রান্ত মেসি (Vikrant Messey), চিত্রাঙ্গদা সিং (Chitranga Singh) ও সারা আলি খান (Sara Ali Khan).
আর এবার প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। সূত্রের খবর অনুযায়ী, এই ছবিটি মাত্র ৩৬ দিনে শ্য়ুট করা হয়েছে। 

পরিচালক পবন কৃপালিনি জানিয়েছেন, “এটা সত্য যে আমি ৩৬ দিনে ‘গ্যাসলাইট’-এর শুটিং করেছি। পাশাপাশি এটাও সত্য়ি  যে আমি নিয়ন্ত্রিত বাজেট এবং কঠোর শিডিউলের মধ্যে ছবির শ্য়ুটিং করতে পারি।  সঠিক ভাবে প্রস্তুতি নিলে এভাবে শ্য়ুটিং করা সম্ভব।”

তিনি আরও জানান, ‘আমি সারা আলি খান, বিক্রান্ত ম্যাসি এবং চিত্রাঙ্গদা সিং-এর সঙ্গে এক মাস ধরে ওয়ার্কশপ করেছি, এবং তাঁরা প্রত্য়েকেই দুর্দান্ত কাজ করেছে।’

আরও জানুন…

Sameer Khakhar: ‘ভারী সুন্দর আন্তরিক দিলদার মানুষ’, পরিচালক অতনু ঘোষের স্মৃতিচারণায় সমীর খাখড়

প্রসঙ্গত, সদ্য়ই প্রকাশ্য়ে এসেছে ছবির ট্রেলার। দু মিনিট ১০ সেকেন্ডের ট্রেলারের পরতে পরতে রোমাঞ্চের গন্ধ। বাবার খুঁজতে গিয়ে রহস্য়ের সন্ধান পায় সারা আলি খান (Sara Ali Khan), এখানে তাঁর চরিত্রের নাম মিশা। ছবিতে রয়েছে সম্পর্কের একাধিক স্তরও। যার আঁচও পাওয়া যাচ্ছে ট্রেলারে। ছবিতে চিত্রাঙ্গদা সিং (Chitrangada Singh)-এর চরিত্রের নাম রুক্মিনী। হুইলচেয়ার বন্দি সারা হন্য় হয়ে খুঁজতে থাকেন বাবাকে। তার বাবার সহকারীর চরিত্রে অভিনয় করছেন বিক্রান্ত মেসি। যার কাছে সাহায্য় চাইবে সারা। তারপর? ঠিক কোন দিকে মোড় নেবে এই গল্প? সেটা জানতে আপতত অপেক্ষা করতে হবে ৩১শে মার্চ পর্যন্ত। তবে ট্রেলার মুক্তির পরই এই ছবি নিয়ে চড়ছে দর্শকের উন্মাদনার পারদ।

জানাযাচ্ছে, এই ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে সারা বলেছেন,’গ্যাসলাইট আমার জন্য একটি শেখার জায়গা, এর চরিত্র এবং গল্পটি আমি আগে করা চরিত্রগুলোর থেকে অনেকটাই আলাদা। এই ছবিটিতে  অভিনয়ের মাধ্য়মে আমি আমার ভক্তদের কাছে অভিনয়ের বিভিন্ন শেড পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ পাব। ছবির গল্প এতটাই আকর্ষণীয় যে আমার বিশ্বাস এটি দর্শকের ধৈর্যে ব্যাঘাত ঘটাবে না।  এমনকি এই ছবির শুটিং পর্বও বেশ উত্তেজনাপূর্ণ ছিল। দর্শক ছবিটি দেখে কী প্রতিক্রিয়া দেবে সেটাই জানার অপেক্ষায় আছি এখন।’

এর আগে গ্যাসলাইট’ (Gaslight)-এর পরিচালক পবন কৃপালানি বলেছিলেন,’গ্যাসলাইট একটি সাসপেন্স থ্রিলার, ছবিটি আপনাকে গভীরভাবে ভাবাবে এবং গল্প যত এগোবে তত দেখা যাবে রহস্য়ের একাধিক বাঁক ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে, যা আগে থেকে অনুমান করা যায় না। সারা আলি খান, বিক্রান্ত মেসি এবং চিত্রাংদা সিং-এর মতো অভিনেতাদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। পাশাপাশি, ডিজনি+ হটস্টারের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পেরে আমি আপ্লুত। দর্শকের আমাদের কাজ কেমন লাগবে তা দেখার জন্য়ই আমি অধীর আগ্রতে অপেক্ষা করছি।’

Source link

Read also  The Elephant Whisperers: Meet Bomman And Bellie, The Tribal Couple Of The Film The Elephant Whisperers, See In Photos