‘Paathan’ is superhit! Shah Rukh-Salman duo will be seen again? Buzzing all around – News18 Bangla
মুম্বইঃ শাহরুখ খানের শেষ রিলিজ ‘পাঠানে’ ক্যামিও চরিত্র দেখা গেছে সলমন খানকে। তারপর থেকে করণ-অর্জুনকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছে দর্শক। সেই জল্পনা উস্কে দিল সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও। ফের কি রুপোলি পর্দায় ফিরছেন দুই খান একসঙ্গে? প্রশ্ন। ভিডিওয় দেখা যাচ্ছে, খোশমেজাজে শাহরুখ আর সলমন। আর মাইক হাতে ‘করণ অর্জুন’ ছবির ইয়ে বন্ধন তো গান ধরেছেন স্বয়ং ভাইজান। আর তালে তাল দিচ্ছেন কিং খান।
পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হয়েছে বলিউডের সেই পার্টির মুহূর্ত। হাঁটু মুড়ে বসে সোনম কাপুরের মায়ের আঁচল ধরে ‘ইয়ে বন্ধন তো’ গান গাইছেন শাহরুখ-সলমন। আবার মজার ছলে সোনমের মায়ের আঁচলে মুখ ঢেকে নিলেন ভাইজান। আর তাঁদের এই কীর্তি উপভোগ করছিলেন সোনম কাপুর থেকে রণবীর সিং, অনিল কপুর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Salman Khan, Shah Rukh Khan