Netizens Troll Actress Urvashi Rautela Green Feathered Look At Cannes 2023 Red Carpet
নয়াদিল্লি: সম্প্রতি ‘কান চলচ্চিত্র উৎসব’-এ (Cannes Film Festival) ‘ক্লাব জিরো’র (Club Zero) স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela)। পালক পোশাকে (feathered costume) দেখা যায় তাঁকে সেখানে। রেড কার্পেটে তাঁর এই সাজ অবশ্য খুব এক ভালভাবে নেয়নি নেটিজেন। ফের ট্রোলের (Urvashi Rautela Trolled) শিকার অভিনেত্রী।
ফের ট্রোলের শিকার ঊর্বশী রাউতেলা
২০২৩ সালে কানের লাল গালিচায় হাঁটছেন একের পর এক ভারতীয় অভিনেত্রীরা। সারা আলি খান, ঐশ্বর্য রাই বচ্চন, মানুসী চিল্লর, এশা গুপ্তা, ম্রুণাল ঠাকুর, সানি লিওনি, ঊর্বশী রাউতেলা, প্রত্যেকের সাজই নজর কাড়ছে, সৃষ্টি করছে নানা আলোচনার।
এর আগেই ঊর্বশীর গলায় সরীসৃপ ডিজাইনের নেকলেস নিয়ে যথেষ্ট জল্পনা হয়েছে। এবারে আলোচনার বিষয় তাঁর সবুজ পালক পোশাক। সম্প্রতি ‘ক্লাব জিরো’র স্ক্রিনিংয়ে তাঁকে সবুজ রঙের গাউনে দেখা গেল। যার বুক থেকে পা পর্যন্ত গোটাটা দেখে মনে হচ্ছে পালক লাগানো। সঙ্গে ট্রেলিং স্লিভেও পালক। তবে শুধু গাউনই নয়, এই পোশাকের সঙ্গে মাথায় পরেন পালক লাগানো টুপিও। এই পোশাকে ছবি পোস্ট হতেই ট্রোলের বন্যা। একাধিক নেটিজেনের মন্তব্য অভিনেত্রীকে পোকেমন আর টিয়াপাখির মতো দেখতে লাগছে। কানের পঞ্চম দিনে ঊর্বশী এই পালক ও সিক্যুইন বসানো পোশাক পরেছিলেন জিয়াদ নাকাদের ‘স্প্রিং সামার ২০২৩’ কালেকশন থেকে। সেই সঙ্গে ছিল কানে দুল ও হাতে আংটি।
তবে সকলেই যে অভিনেত্রীর পোশাক অপছন্দ করেছেন এমন নয়। অনেকেই যখন তাঁর পোশাক নিয়ে মজা করছেন তখন অনেকেরই এই পোশাক পছন্দ হয়েছে। কিন্তু কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, ‘আমার কিন্ডারগার্টেনের টিয়াপাখির পোশাক এর থেকে ভাল ছিল’, আবার কেউ লেখেন, ‘ঈশ্বর, কেউ ওঁর স্টাইলিস্টকে চাকরি থেকে বের করুন!’ আবার একজন লেখেন, ‘আমি বিশ্বাসই করতে চাই না এটা কানের পোশাক’।
তবে এই প্রথম নয়। ‘কান ২০২৩’-এর পোশাক নিয়ে প্রায়ই ট্রোলের শিকার হচ্ছেন ঊর্বশী। ফলে তাঁর পোশাকের দিকেই বেশি নজর থাকছে সকলের। এর আগে ঊর্বশী রাউতেলা মৎসকন্যার ন্যায় একটি গাউন পরেছিলেন, সেই সঙ্গে ঠোঁটে ছিল নীল লিপস্টিক। নেটিজেন ধরেই নিয়েছিলেন যে ঐশ্বর্য রাইয়ের ২০১৮ সালের রেড কার্পেট লুক নকল করছেন ঊর্বশী। এছাড়া অনুষ্ঠানের প্রথমদিনে নজর কেড়েছিল উর্বশী রাউতেলার গলার নেকলেস। তার ডিজাইন ছিল, একে অপরকে কামড়ে ধরে রয়েছে দুটি সরীসৃপ। সেই নিয়েও হয়েছিল আলোচনা। তবে সম্প্রতি এক গয়না বিশেষজ্ঞ দাবি করেছেন, উর্বশীর গলায় যে কার্টিয়ারের নেকপিস দেখা গিয়েছিল, সেটি মোটেই আসল নয়।
আরও পড়ুন: Do You Know: জানেন কি বাসি রুটি টাটকার চেয়েও বেশি স্বাস্থ্যকর!
উল্লেখ্য প্রবীন ববির বায়োপিকের জন্য কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছেন ঊর্বশী রাউতেলা। ‘কান ২০২৩’-এ এই ছবির প্রতিনিধিত্ব করতে পেরে উচ্ছ্বসিত নায়িকা। তাঁকে শেষ দেখা গিয়েছিল অখিল আক্কিনেনির ছবি ‘এজেন্ট’-এ। এছাড়াও সূত্রের খবর, ঊর্বশী সম্প্রতি কর্ণ জোহরের ধর্মা প্রোডাকশনের সঙ্গে একটি প্রজেক্ট সই করেছেন।