Nawzuddin Siddiqui: 'ছবির উপর নিষেধাজ্ঞা বন্ধ হোক', 'দ্য কেরালা স্টোরি' বিতর্কে মন্তব্য় নওয়াজউদ্দিন সিদ্দিকির

<p style="text-align: justify;"><strong>কলকাতা: </strong>’দ্য কেরালা স্টোরি’ নিয়ে এবার নিজের অবস্থান স্পষ্ঠ করলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি ট্য়ুইট করে অভিনেতা লেখেন, ‘আমরা দর্শকের অনুভূতিতে আঘাত করার জন্য চলচ্চিত্র তৈরি করি না। ছবির উপর নিষেধাজ্ঞা বন্ধ ও ছবি নিয়ে ভুল খবর রটানো বন্ধ হোক।'</p>
<p style="text-align: justify;">প্রসঙ্গত, নওয়াজউদ্দিনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জোগিরা সারা রা রা’ পছন্দ করেছে দর্শক। একটি রোমান্টিক কমেডি যেখানে নেহা শর্মার পাশাপাশি প্রবীণ তারকারা রয়েছেন। কুশান নন্দী পরিচালিত এবং গালিব আসাদ ভোপালির স্ক্রিনের জন্য লেখা, ‘জোগিরা সারা রা রা’ হল এমন একটি গল্প যা একজন তরুণীকে নিয়ে ছোট-শহরের মানসিকতা থেকে মুক্ত হতে চায় যতক্ষণ না সে তার মনের মানুষকে খুঁজে পায়।</p>
<p style="text-align: justify;">অন্যদিকে, &nbsp;ইতিমধ্য়েই ২০০ কোটির ব্য়বসা করে ফেলেছে এই ছবি। জানা যায়, আদাহ্ শর্মা অভিনীত এই ছবি প্রথম সপ্তাহে ৮১.১৪ কোটি টাকার ব্যবসা করেছে। দ্বিতীয় সপ্তাহে এই ছবি ৯০.৫৮ কোটি টাকা আয় করে। তৃতীয় সপ্তাহে প্রবেশের সঙ্গে সঙ্গে ব্যবসাও বেড়েছে। তৃতীয় শুক্রবার এই ছবি ৬.৬ কোটি টাকার ব্যবসা করেছে, তৃতীয় শনিবার এই ছবি ৯.১৫ কোটি টাকার ব্যবসা করেছে। তৃতীয় রবিবার এই ছবি ১১.৫০ কোটি টাকার ব্যবসা করে। এবং তৃতীয় সোমবার ৪.৫০ কোটি টাকার ব্যবসা করে। এই ছবির প্রেক্ষাগৃহে ১৫.৫৮ শতাংশ হিন্দি দখল ছিল, এবং সোমবার ১৭.৪২ শতাংশ তেলুগু দখল ছিল। &nbsp;</p>
<p style="text-align: justify;">আরও পড়ুন…</p>
<p style="text-align: justify;"><a title=" ত্বক ভাল রাখতে কীভাবে ব্যবহার করবেন তরমুজ?" href="https://bengali.abplive.com/lifestyle/skin-tips-use-watermelon-for-skincare-980661" target="_self"> ত্বক ভাল রাখতে কীভাবে ব্যবহার করবেন তরমুজ?</a></p>
<p style="text-align: justify;">যদিও ছবি মুক্তির তিন দিন পর, অর্থাৎ ৮ মে ‘দ্য কেরালা স্টোরি’কে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষণা করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর বলেন, ছবির ‘বিকৃত তথ্য’ অশান্তির সৃষ্টি করতে পারে। ৭ মে থেকে তামিলনাড়ুর প্রেক্ষাগৃহ এই ছবি দেখানো বন্ধ করে দেয় অশান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কায়।&nbsp;</p>
<p style="text-align: justify;">এর পাশাপাশি জানা যাচ্ছে, "সুদীপ্ত সেন দলের সঙ্গে ‘দ্য় কেরালা স্টোরি’-র প্রচারের জন্য ক্রমাগত ভ্রমণ করছেন এবং অতিরিক্ত ভ্রমণের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। যে কারণে, প্রচার পরিকল্পনা এবং শহর পরিদর্শন আটকে আছে। ‘দ্য় কেরালা স্টোরি’-র ইতিমধ্যেই একটি ব্লকবাস্টার হিট ছবি।&nbsp; যদিও পরিচালক দর্শকদের ছবিটির প্রতি ভালবাসার ও সমর্থন অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছেন এবং পরিবারের সঙ্গে ছবিটি দেখার জন্য দর্শককে আবেদন করেছেন। তবে আশা করা হচ্ছে পরিচালক খুব শীঘ্রই বিভিন্ন শহর ছবির প্রচারকাজের জন্য় ফিরে আসবেন।</p>

Source link

Read also  Shah Rukh Khan Gets Mobbed At Srinagar Airport Post Dunki Shoot, Despite Tight Security