Musical Stage Production Based On Mithun Chakraborty’s Cult Classic ‘Disco Dancer’ To Premiere This April


নয়াদিল্লি: ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) জনপ্রিয় ছবি ‘ডিস্কো ডান্সার’ (Disco Dancer) নিয়ে এবার মঞ্চ উপস্থাপনা (musical stage production)। ওই ছবির ওপর ভিত্তি করেই সঙ্গীতের মূর্ছনায় তৈরি হচ্ছে ‘ডিস্কো ডান্সার – দ্য মিউজিক্যাল’ (‘Disco Dancer – The Musical’)। আগামী মাসেই হবে গ্র্যান্ড প্রিমিয়ার। বুধবার নির্মাতাদের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। 

সুরে সুরে মঞ্চে ‘ডিস্কো ডান্সার – দ্য মিউজিক্যাল’ উপস্থাপনা

গত নভেম্বরে পশ্চিম ব্রিটেনের এই শোয়ের সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। এরপরই এই মিউজিক্যাল ভারতে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় সারেগামা ও অভিনেতা সুনীল শেট্টি। এটি ‘সারেগামা লাইভ’ প্রযোজনা। ১৪ এপ্রিল মুম্বইয়ের ‘এনএসসিআই ডোম’-এ অনুষ্ঠিত হবে এই শো। ‘বুক মাই শো’তে অনলাইনে মিলছে টিকিট। 

মিউজিক্যালটি কালজয়ী সেই ছবিকে অভিযোজিত করে, যা রাস্তার পারফর্মার জিমির বড়, জনপ্রিয় ও ধনী হয়ে ওঠার গল্প বলে, যিনি ডিস্কো গায়ক এবং নৃত্যশিল্পী হিসাবে চমকপ্রদ খ্যাতি অর্জন করেন। জিমির ভূমিকায় দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। এই ছবির পরিচালক ছিলেন বব্বর সুভাষ। ছবির গান আলাদাই খ্যাতি লাভ করে। ছবিতে মিঠুন ছাড়াও রাজেশ খন্না ও ওম পুরীকে দেখা যায় গুরুত্বপূর্ণ চরিত্রে। 

প্রসঙ্গত, এই ‘ডিস্কো ডান্সার – দ্য মিউজিক্যাল’-এ বাপি লাহিড়ির কালজয়ী সমস্ত সৃষ্টিকে নতুন আঙ্গিকে দেখা যাবে। নতুন করে সেগুলি তৈরি করেছেন সেলিম-সুলেমান। মূলত বলিউডকে সেলিব্রেট করার উদ্দেশ্য নিয়েই এই মঞ্চ উপস্থাপনা। আশির দশকের সেই না ভুলতে পারা গান, ডিস্কো স্টাইল ডান্সিং, সংলাপ ফের উঠে আসবে এই উপস্থাপনায়। 

সুনীল শেট্টি, যিনি এই উদ্যোগটি ভারতে নিয়ে আসার জন্য সারেগামার সঙ্গে হাত মিলিয়েছেন, বলেন যে এই মিউজিক্যাল ফিল্ম ইন্ডাস্ট্রিকে ফের মনে করিয়ে দেবে যে ‘আমাদের চলচ্চিত্রগুলি কেন বাকিদের থেকে আলাদা এবং কেন সেগুলি এত অনন্য? সেদিকে আমাদের নজর দেওয়া উচিত। ৮০-র প্রজন্মের ওপর ডিস্কো ডান্সারের প্রভাব কে অস্বীকার করতে পারবে?’ এই মিউজিক্যালের জন্য পুরনো ছবির গানগুলিকে নতুন আঙ্গিকে তৈরি করেছেন সঙ্গীত পরিচালকদ্বয় সেলিম ও সুলেমান। 

আরও পড়ুন: Divya Khosla Kumar: অ্যাকশন দৃশ্যের শ্যুটে আহত দিব্যা খোসলা কুমার, মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের

‘আমাদের জন্য যারা বাপি দা-র গানে নাচতে নাচতে বড় হয়েছি, তাঁর ‘ডিস্কো ডান্সার’ স্কোরকে নতুন করে কল্পনা করা ছিল বিশাল গর্বের এবং আনন্দের বিষয়!” সেলিম বলেন। সুলেমান বলেছেন, ‘আমরা যে মিউজিকের সঙ্গে কাজ করেছি তার রেঞ্জটি সাংঘাতিক। এতে অনেক রকমের শেড ছিল। এটি আপনাকে নাচতে, কাঁদতে, গান করতে, প্রেমে পড়তে, দুঃখ পেতে বাধ্য করে!’

Source link

Read also  বলিউডের সুপারস্টার সলমন খানের কোটি কোটি টাকার সম্পত্তি থাকা সত্ত্বেও বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে জন্মদিন পালন করেন ৷ – News18 Bangla