Mika Singh: ট্র্যাফিকে নাজেহাল দশা মিকার, গাড়ি ছেড়ে উঠলেন পুলিশের বাইকে, ভাইরাল ভিডিয়ো

বছরের শেষ দিন মানেই পার্টি, ঘুরতে যাওয়ার কথা সকলের মাথায় আসে। ফলে রাস্তায় ট্র্যাফিক হওয়াটাই স্বাভাবিক। এই প্রচণ্ড ট্র্যাফিকে নাজেহাল দশা গায়ক মিকা সিংয়ের। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকার ফলে ধৈর্য্যের বাঁধ ভেঙেছে বলিউড ও পঞ্জাবি গায়কের। এরপর নিজের বিলাসবহুল গাড়ি ছেড়ে নেমে পড়েন মিকা। সেই ভিডিয়ো শেয়ার করেছেন নেটমাধ্যমের পাতায়।

এ দিন রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা ট্র্যাফিক দেখে নিজের বিলাসবহুল গাড়ি ছেড়ে এক অপরিচিতর বাইকে উঠে সাহায্য নেন মিকা সিং। সামাজিক মাধ্যমে ৩১ ডিসেম্বরের ভিডিয়ো পোস্ট করে নিজেই জানিয়েছেন এ কথা। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই গায়ক। ইনস্টাগ্রামে শেয়ার করা মিকার ভিডিয়োতে দেখা গিয়েছে, এক গোয়া পুলিশকর্মীর বাইকে বসে নিজের অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন মিকা।

আরও পড়ুন: পরিবারের সঙ্গে ২০২৩-এর প্রথম দিনে পার্টি অজয়-কাজলের, যোগ দিয়েছেন ববি, বৎসল

কালো হুডি পরে গায়ক। করোনার নির্দেশিকা অনুসরণ করে মুখে মাস্কও পরেছেন তিনি। ভিডিয়োতে দেখা গিয়েছে, গোয়া পুলিশের বাইকে বসে আছেন মিকা। গোয়ার ভারী যানজটের চিত্র ধরা পড়েছে গায়কের ভিডিয়োতে। গোয়ায় জ্যামের কারণে তাঁকে গোয়া পুলিশের কাছে সাহায্য নিতে হয়েছে বলে জানিয়েছেন।

নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে মিকার এই ভিডিয়ো। গায়কের ভক্তরাও তাঁর এই ভিডিয়ো দেখে মুগ্ধ।

Source link

Read also  Rumoured Couple Ananya Panday-Aditya Roy Kapur Watch FIFA World Cup Match In Qatar, Know In Details