Maleesha Kharwa: ধারাভি থেকে নামী ব্র্যান্ডের মুখ, ‘বস্তির রাজকুমারি’ মালীশাকে চেনেন

বিশ্বখ্যাত বিলাসবহুল বিউটি ব্র্যান্ড ‘ফরেস্ট এসেনশিয়ালস’-এর নতুন প্রচার অভিযান ‘দ্য যুবতী কালেকশন’-এর মুখ মালীশা খারওয়া। মুম্বইয়ের ধারাভি বস্তির বাসিন্দা বছর ১৫-র মালীশা। এ যেন আরেকটি স্লামডগ মিলিওনেয়ারের গল্প।

হলিউড অভিনেতা রবার্ট হফম্যান ২০২০ সালে মালীশাকে খুঁজে বের করেছিলেন। বছর ১৫-র কিশোরীর জন্য সোশ্যাল মিডিয়ায় ‘গো ফান্ড মি’ নামে একটি পেজ তৈরি করে দেন তিনি। বর্তমানে মালীশা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে ২ লাখের বেশি নেটিজেন ফলো করেন তাঁকে। ইনস্টায় মালীশা যে পোস্টগুলি করেন তাতে হ্যাশট্যাগ দেওয়া থাকে ‘প্রিন্সেস ফ্রম স্লাম’ (#princessfromtheslum) অর্থাৎ বস্তির রাজকুমারি।

ছোটবেলা থেকে মডেল হওয়ার স্বপ্ন দেখতেন মালীশা। হফম্যানের সঙ্গে দেখা হওয়ার পর কিশোরীর জীবনের মোড় ঘুরে যায়। মাত্র ১৫ বছর বয়সে একাধিক প্রসাধনী সংস্থার মুখ সে। এর মধ্যে রয়েছে বিলাসবহুল আয়ুর্বেদ শিল্পের অন্যতম বড় নাম ‘ফরেস্ট এসেনশিয়ালস’। বিশ্বে ছড়িয়ে পড়েছে তাঁর খ্যাতি। একাধিক মডেলিংয়ের পাশাপাশি ‘লাইভ ইওর ফেয়ারটেল’ নামে এরটি স্বল্পদৈর্ঘ্যের ছবিও করেছেন ওই তরুণী।

আরও পড়ুন: রামরাজা মন্দিরে পুজো দিতে গেলেন রুক্মিণী, দিলেন ছবি, সঙ্গে কে বলুন তো

‘ফরেস্ট এসেনশিয়ালস’-এর নতুন প্রচার অভিযান ‘দ্য যুবতী কালেকশন’-এর মুখ হিসেবে, গত এপ্রিলে মাসে ব্র্যান্ডের পক্ষ থেকে ইনস্টাগ্রামে মালীশার একটি ভিডিয়ো শেয়ার করা হয়। কয়েক মিনিটের ভিডিয়োতে মালীশাকে নামী ব্র্যান্ডের দোকানে প্রবেশ করতে দেখা গিয়েছে। ভিডিয়োটির ক্যাপশনে ‘ফরেস্ট এসেনশিয়ালস’ লিখেছে, ‘তাঁর এতদিনের স্বপ্ন চোখের সামনে বাস্তব হতে দেখে মুখে এক বিশুদ্ধ হাসি। মালীশার কাহিনি সকলকে মনে করিয়ে দেয় যে, স্বপ্নও সত্যি হয়’।

মালীশার বিজ্ঞাপনের ভিডিয়োটি নেটদুনিয়ায় ভাইরাল হতেই, সকলে তাঁর প্রশংসা করার পাশাপাশি এই কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন। কারও কারও মন্তব্য, ধারাভি বস্তির রাজকুমারী আগামী দিনে অনেকের অনুপ্রেরণা হবে। কেউ কেউ মন্তব্য করেছেন, আগে কালো মেয়েদের প্রচারের মুখ হিসেবে দেখার কথা ভাবতেই পারত না কেউ। কিন্তু এখন সময় বদলেছে। 

Read also  Iman-Nilanjan Jamai Sasthi: ‘বাবাই আমার মা-বাবা সব…. মা এখন অন্য কোথাও পার্টি করছে নির্ঘাত’, জামাইষষ্ঠীতে ইমন

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তাঁর অনুপ্রেরণা। মডেলিং করা স্বপ্ন হলেও, শিক্ষাকেই অগ্রাধিকার দিতে চায় এই কিশোরী। সুপারমডেল হতে চান ‘বস্তির রাজকুমারি’ মালীশা খারওয়া।

 

 

Source link