Kailash Kher: লখনউতে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস-এর অুষ্ঠান, মেজাজ হারালেন কৈলাস খের

সম্প্রতি লখনউতে ‘খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস-২০২৩-এর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই আমন্ত্রিত ছিলেন গায়ক কৈলাস খের। সেখানে গিয়েই আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থাপনা ও খারাপ আচরণের জন্য ক্ষোভ উগরে দিয়েছেন গায়ক। তারই বেশকিছু মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় উঠে আসা একটা ভিডিয়োতে কৈলাস খেরকে উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে মাইক হাতে প্রকাশ্যেই রেগে গিয়ে বেশ কিছু কথা বলতে শোনা যাচ্ছে। কৈলাস খের বলেন ‘সম্ভ্রমবোধ থাকা উচিত! এক তো আমাকে অপেক্ষা করালেন, তারউপর সম্ভ্রমবোধ নেই। খেলো ইন্ডিয়া কী! তখনই খেলো ইন্ডিয়া হবে, যখন আমরা খুশি হব। বাড়ির লোক খুশি থাকলে তবেই না বাইরের লোক খুশি হবেন। কেউ কাজ করতেই জানেন না, কাজ না জানলে ছেড়ে দেওয়া উচিত।’ আরও একটি ভিডিয়োতে বেশি কৈলাস খেরকে বলতে শোনা যাচ্ছে, ‘এক দেড় ঘণ্টা আমাকে অপেক্ষা করিয়ে রাখা হল…. বেশি কমান্ডোগিরি করবেন না। আমি ভারতীয় ভারতীয়দের জন্য আমি বাঁচি।… ’। পরে অবশ্যে মঞ্চে ফিরে গিয়ে আবারও গান গাইতে দেখা যায় কৈলাস খেরকে।

আরও পড়ুন-‘পুরানো সেই দিনের কথা’য় ফিরলেন চৈতী ঘোষাল, দেখুন তো এঁদের চিনতে পারেন কি?

এদিকে ২৫ মে একটি টুইটে খেলা ও সঙ্গীতকে একসঙ্গে জোড়ার জন্য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন কৈলাস খের। লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ খেলাধুলা এবং সঙ্গীতকে একসঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়ার জন্য। কারণ যুগে যুগে এশে উভয় ধারাকেই হালকাভাবে নেওয়া হয়েছে।’ পরে খেলো ইন্ডিয়াকে ট্যাগ করে লিখেছেন, ‘কিছু অবিস্মরণীয় মুহুর্তের মধ্যে গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নত করে ঐতিহাসিক মুহূর্ত। যখন আমাদের অনুরোধে উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব ক্রীড়া ও যুব বিষয়ক আধিকারিক যোগ দেন।’ কৈলাস নবনীত সেহগাল উদ্দেশ্যেই ফের লেখেন, ‘কিছুক্ষণের জন্য আমাদের সঙ্গে যোগ দিন এবং সত্যিই সঙ্গীত উপভোগ করুন। অন্যথায় কখনও কখনও আমাদের দেশে ভিআইপি হওয়া খুব বিরক্তিকর। একটি স্মরণীয় কৈলাস অভিজ্ঞতা দেওয়ার জন্য লখনউকে ধন্যবাদ। উত্তরপ্রদেশ অর্থ সনাতন প্রদেশ দেশের সেরা রাজ্যগুলির মধ্যে একটি।’

Read also  Zeenat Aman meets Uorfi Javed: উরফির দিকে এ কেমন দৃষ্টি জিনাতের, পোশাক নিয়ে কি খুশি নন? ভাইরাল হল ছবি

প্রসঙ্গত, ‘খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস ২০২৩কে এখন পর্যন্ত দেশের অন্যতম বড় ক্রীড়া অনুষ্ঠান বলে মনে করা হচ্ছে। এটি ২৫ মে থেকে উত্তর প্রদেশের লখনউতে BBD বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। শেষ হবে ৩ জুন বারাণসীর ’বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়’-এ।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

Source link