Jeet Ganguly Exclusive: Music Composer Jeet Ganguly Shares His Views About Music World And Talked About Abar Bobaho Obhijaan

সাফল্যের মুখ দেখেছেন যথেষ্ট পরিশ্রম করে। টলিউড থেকে তিনি পাড়ি দিয়েছেন বলিউডে। একের পর এক নতুন গানের সুরে মুগ্ধ করেছেন শ্রোতাদের। মেলোডি থেকে কমেডি, সব জঁ’রের গানেই তাঁর সমান যাতায়াত। তিনি জিৎ গঙ্গোপাধ্যায়। আজ মুক্তি পেয়েছে ‘আবার বিবাহ অভিযান’। আর সেই কমেডি ছবির সুরে, আড্ডায় এবিপি লাইভের মুখোমুখি জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Ganguly)। কখনও মেতে উঠলেন গানের ছন্দে, কখনও আবার সঙ্গীতশিল্পীর কথায় উঠে এল ছোটবেলার লড়াইয়ের কথা। ভাসালেন আবেগে.. গানে..

Source link

Read also  Maleesha Kharwa: ধারাভি থেকে নামী ব্র্যান্ডের মুখ, 'বস্তির রাজকুমারি’ মালীশাকে চেনেন