Jamai Sasthi In Tollywood: From Neel Trina To Gourav Riddhima, Tollywood Celebrated Jamai Sasti In Large Way, Know In Details


কলকাতা: আজ জামাইষষ্ঠী। মেনু থেকে শুরু করে সাজ.. জামাই আদরে মিলেমিশে টলিউডের আজ বিশেষ দিন। সোশ্যাল মিডিয়ায় দেদার শেয়ার হয়েছে সেইসব ছবিও। কেমন গেল টলিউডের জামাইষষ্ঠী? উঁকি দিল এবিপি লাইভ (ABP Live)। 

নীল-তৃণার জামাইষষ্ঠী

সোশ্যাল মিডিয়ায় আজ জামাইষষ্ঠীর ছবি শেয়ার করে নিয়েছেন তৃণা। সেখানে নীলের হাতে দেখা গেল এক হাঁড়ি মিষ্টি দই। মেনুতে রয়েছে পোলাও, মাংস থেকে শুরু করে একাধিক লোভনীয় পদ। তৃণার মায়ের সঙ্গে ফ্রেমবন্দি হলেন নীল। রইলেন তৃণাও। সোশ্যাল মিডিয়ায় দেখা গেল মিষ্টি সম্পর্ক।

 


রুদ্রজিৎ-প্রমিতার জামাইষষ্ঠী

এখনও পর্যন্ত সামাজিক রীতিতে সাত পাকে বাঁধা পড়েননি তাঁরা। তবে আইনি বিয়ে সেরেছেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় ও প্রমিতা চক্রবর্তী। তাই জামাইষষ্ঠীও পালন হয় মহা সমারোহে। আজ নিয়মমাফিক প্রমিতার বাড়িতে গিয়েছিলেন রুদ্রজিৎ। খামতি ছিল না জামাই আদরের। আয়োজন করা হয়েছিল রুদ্রজিতের পছন্দের সমস্ত পদই।

 


রূপসার প্রথম জামাইষষ্ঠী

বিয়ের পরে এই প্রথম জামাইষষ্ঠী রূপসা চট্টোপাধ্যায়ের। বাড়িতে আয়োজন করা হয়েছিল মহাভোজের। কাঁসার থালায় ভাত, পোলাও, লুচি থেকে শুরু করে চিকেন, মটন, ভাজা। বাদ গেল না কিছুই। প্রথম জামাইষষ্ঠী বলে সাজানো হয়েছিল তত্ত্বও। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন রূপসা নিজেই।

 


গৌরব দেবলীনা জামাইষষ্ঠী

প্রত্যেক বছরই এই দিনটা বেশ আড়ম্বর করেই পালিত হয় দেবাশীষ কুমারের বাড়িতে। হাজির থাকেন একমাত্র জামাই গৌরব চট্টোপাধ্যায়। আদরের মেয়ে দেবলীনার কাছেও এই দিনটা ভীষণ আনন্দের। সমস্ত রীতি রেওয়াজ পালনের শেষে থাকে পেটপুরে খাওয়া। আজও অন্যথা হল না সেই নিয়মের। ফল থেকে শুরু করে মাটির থালায় হরেক রকম পদ সাজিয়ে ভুরিভোজ.. সোশ্যাল মিডিয়ায় জামাই আদরের খুঁটিনাটি শেয়ার করে নিয়েছেন গৌরব।

 


গৌরব-ঋদ্ধিমার জামাইষষ্ঠী

আজকের দিনটা আনন্দের হলেও গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee) আর ঋদ্ধিমা ঘোষ (Riddhima Ghosh)-এর বাড়িতে লেগে থাকে মনখারাপের ছোঁয়া। মা প্রয়াত হয়েছেন ঋদ্ধিমার। তাই জামাইষষ্ঠীর রীতিনীতি পালন করেন ঋদ্ধিমার বাবাই। অবশ্য খামতি থাকে না জামাই আদরের। এই বছরও অন্যথা হল না তার। ঋদ্ধিমা অন্তঃসত্তা। পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। আর তাই এবারের জামাইষষ্ঠী বেশ অন্যরকম এই জুটির কাছে।

 


 

আরও পড়ুন: Gmail Storage Fix: জিমেলে স্টোরেজে সমস্যা? মেল ঢুকছে না? চটজলদি কী করবেন?

আরও পড়ুন: Daily Astrology: কাজের জায়গায় সুখবর পেতে পারেন কারা ? কেমন যাবে আজকের দিন ?



Source link

Read also  Koyel Mallick: ‘শাড়ি বা সালোয়ারে হিন্দুদের মন্দির যাওয়া উচিত’, টপ-ট্রাউজারে পুজো দেওয়ায় কটাক্ষ, ট্রোলারকে জবাব কোয়েলের