Hera Pheri 3: ‘ফারহাদ সামজি হটাও’, দাবিতে অনড় অক্ষয় ভক্তরা, ‘হেরা ফেরি ৩’ নিয়ে বিতর্ক জারি

সৃজনশীলতা নিয়ে মতের মিল না হওয়ায় ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়িয়েছিলেন অক্ষয় কুমার। এরপর কার্তিক আরিয়ানের এই হিট ফ্রাঞ্চাইসিতে যোগদানের খবর শোনা যায়, পরে সরে যান কার্তিক। গত মাসেই জল্পনার অবসান ঘটিয়ে জানা যায়, ‘বাবু ভাইয়া’ পরেশ রাওয়াল এবং ‘ঘনশ্যাম’ সুনীলের পাশাপাশি ‘রাজু’ অক্ষয়ও থাকছেন এই ছবিতে। ফিল্মের অ্যানাউন্সমেন্ট প্রোমোও শ্যুট করেন আক্কি। তবুও এই ছবি নিয়ে বিতর্ক থামছে না। অক্ষয় ভক্তরা এবার ছবি থেকে পরিচালক ফারহান সামজিকে সরিয়ে ফেলার ডাক দিল। 

শুক্রবার দিনভর টুইটারে ট্রেন করল, ‘হেরা ফেরি থেকে ফারহাদা সামজি হটাও’ হ্যাশট্যাগ। অক্ষয়ের ফ্যান ক্লাবের তরফে এই ডাক দেওয়া হয়। কেন এমন দাবি খিলাড়ি কুমারের ভক্তদের। আক্কির ফ্যানক্লাবে আক্কিস্তানের সদস্য নীরজ রাউত বলেন, ‘এন্টারটেনমেন্ট (২০১৪) থেকে শুরু করে হাউজফুল ৩ (২০১৬), হাউজফুল ৩ (২০১৯) এবং বচ্চন পাণ্ডে (২০২২) ফারহাদ সামজি পরিচালিত কোনও ছবিই অক্ষয় স্যারের পক্ষে লাভজনক হয়নি, এমনকি তার বিষয়বস্তও। বরং এই ছবিগুলো তাঁর ইমেজ নষ্ট করেছে’। 

ফারহাদ সামজি পরিচালিত ওয়েব সিরিজ ‘পপ কৌন?’ নিয়ে সমালোচনার শেষ নেই সোশ্যাল মিডিয়ায়। তাই অক্ষয় ভক্তরা একেবারেই চাইছেন না এই পরিচালকের হাত ধরে আসুক ‘হেরা ফেরি’র মতো হিট ফ্রাইঞ্চাইসির নতুন ছবি। নীরজ রাউত জানান, আমরা শুরু থেকেই ফারহাজ সামজির বিরোধিতা করছি, পপ কৌন দেখবার পর আমাদের ধৈর্য্যের বাঁধ ভেঙেছে, ওঁনার বস্তাপচা কনটেন্ট দেখতে কেউ আগ্রহী নয়’। গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই অক্ষয় কুমার এবং ছবির প্রযোজকদের খোলা চিঠি লিখেছে অক্ষয়ের ফ্যানক্লাব। তাঁদের দাবি, ‘ফারহাদ সামজির চেয়ে সাজিদ খানও ভালো’। 

একদিকে যেমন ফ্যানেরা ‘হেরা ফেরি’ থেকে সামজিকে সরিয়ে ফেলার দাবি তুলেছে। এই বিতর্ক নিয়ে দু-ভাগে বিভক্ত ট্রেড এক্সপার্টরা। অতুল মোহনের কথায়,’জনগণের মতামতকে সম্মান জানানো উচিত। প্রযোজকদের উচিত নিজেদের সিদ্ধান্তকে আরেকবার বিবেচনা করবার। এমন পপ্য়ুলার ফ্রাইঞ্চাসির জন্য কোনও জিনিয়াসের দরকার নেই, তবে একজন সংবেদনশীল পরিচালক প্রযোজন’। একই সুর তরণ আদর্শের গলাতেও। তিনি বলেন, ‘এই ধরণে মেজর টুইটার ট্রেন্ডকে প্রযোজকরা একেবারে ফেলে দিতে পারবেন না।’

Read also  ক্রিসমাসের প্রস্তুতি কীভাবে নিচ্ছেন শিল্পা শেঠি, কেমন ভাবেই বা সাজালেন ‘বস্তিয়া’-কে, দেখুন

যদিও কোমল নাহটার মতো অভিজ্ঞ ফিল্ম সমালোচক এমনটা মানতে রাজি হন। তাঁর কথায়, ‘ফ্যানেরা ফিল্মমেকিং নিয়ে কী বোঝে? তাঁরা যদি কাস্ট কিংবা ক্রু নিয়ে সিদ্ধান্ত নিতে শুরু করে তাহলে মুশকিলজনক ব্যাপার। তাঁদের মতামত জানানোর অধিকার আছে ছবির গুণগত মান নিয়ে, যখন সেটি পাবলিকের দরবারে পৌঁছে যাবে’। 

এখন দেখবার গোটা বিষয় নিয়ে প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা কী সিদ্ধান্ত নেন। অক্ষয় ভক্তদের দাবি মেনে কি ফারহাদ সামজিকে সরিয়ে দেওয়া হবে এই ছবি থেকে? উত্তর তো সময়ই বলে দেবে!

Source link