Hansika Motwani: তামিল ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের মুখে হনসিকা মোতওয়ানি? মুখ খুললেন ভাইরাল খবরে

সাম্প্রতিক সময়ে কিছু প্রতিবেদনে দাবি করা হয় কেরিয়ারের শুরুর সময় তামিল ইন্ডাস্ট্রিতে এক তরুণ অভিনেতার কাছে হয়রানি ও অনুপযুক্ত ব্যবহারের মুখে পড়তে হয়েছিল হনসিকা মোতওয়ানিকে। আর তারপরেই এই প্রতিবেদন দ্রুত ভাইরাল হতে শুরু করে। যা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী।

সেই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সেই সময় সেই অভিনেতা বারবার হনসিকাকে জোর করতে থাকে হনসিকাকে ডেটে বাইরে যাওয়ার। আর এই প্রস্তাব স্পষ্টতই অস্বস্তিতে ফেলে দিয়েছিল অভিনেত্রীকে। তিনি সেই ব্যক্তির নাম প্রকাশ না করলেও, দিয়েছিলেন যোগ্য জবাব।

এবার হনসিকা দাবি তুললেন সাম্প্রতিক সময়ে এরকম কোনও সাক্ষাৎকার নাকি তিনি দেননি। সেই পাবলিকেশন হাউজকে ট্যাগ করে অভিনেত্রী লিখলেন, ‘এই ধরনের কোট আমি কখনও দেইনি!!! এই সব আবর্জনা ছাপানো বন্ধ করুন।’

আরেকটি টুইটে তিনি নিউজ পোর্টালগুলিকে অনুরোধ করেন সোশ্যাল মিডিয়া থেকে এরকম খবর নেওয়া বন্ধ করতে এবং সত্যতা যাচাই না করে তা প্রকাশ না করতে। লেখেন, ‘প্রকাশনা সংস্থার কাছে অনুরোধ যে কোনও খবর তুলে নেওয়ার আগে তা ক্রস চেক করে নেওয়ার। এখন যে ধরনের খবর ঘুরছে তা আমি কখনোই বলিনি। প্রকাশ করার আগে তাই ফ্যাক্ট চেক করে নিন।’

এই মাসের শুরুতে, হানসিকা চেন্নাইতে পরিচালক ইগোরের তামিল ছবি ম্যান -এর শেষ শিডিউলের শুটিং শেষ করেছেন। ছবিটি একটি থ্রিলার, যা নারীর প্রতি হওয়া অত্যাচার ও তারা যে ধরনের সমস্যার সম্মুখীন হন তা নিয়ে। ছবিতে তিনি একন ফ্যাশন ডিজাইনারের চরিত্রে অভিনয় করেছেন। 

হনসিকার নামে আরও একটি খবর রটে। যা ছিল তাঁর হরমোনাল ইঞ্জেকশন নেওয়া। হৃতিকের কোই মিল গ্যয়া-তে শিশুশিল্পী হিসেবে কাজ করা হনসিকা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জলদি ফিরে আসতে হরমোনাল ইঞ্জেকশন নেন। এমনকী তাঁর মাই তাঁকে সেগুলো দিত বলে খবর ছড়ায়। যাতে অভিনেত্রী জবাব দেন, ‘আজ পর্যন্ত আমি কোনও ইনজেকশন নিই নি। আমার শরীরে কোনও ট্যাটু পর্যন্ত নেই। কারণ আমি ইনজেকশনকে ভয় পাই। আমার সম্পর্কে এই ধরনের ঘটনা যারা রটিয়েছে তারা আসলে আমাকে হিংসে করে।’

Read also  Kareena Kapoor Khan || Aishwarya Rai Bachchan | মঞ্চে উঠে ঐশ্বর্যের সঙ্গে এ কেমন আচরণ করিনার! হতবাক সকলেই, দেখুন ভিডিও

হনসিকার মা মোনা পেশায় একজন ডারমাটোলজিস্ট। তিনি জানান, প্রথমদিকে এই ধরনের খবরে মানসিক আঘাত পেতেন। জানান, কোনও মা-ই নিজের সন্তানের সঙ্গে এরকম করতে পারে না। আর বাজারে এরকম কোনও ইঞ্জেকশনও নেই।  

 

Source link