Guess The Celebrity | ছবির এই যুবতীকে চেনেন? বলিউডের নামী অভিনেত্রী ইনি, জুটি বেঁধেছেন অমিতাভের সঙ্গেও

কলকাতা: ছবিতে থাকা এই যুবতীকে চিনতে পারছেন? এই মুহূর্তে ইনি বলিউডের অন্যতম অভিনেত্রী। চিনতে না পারলে কয়েকটি সূত্র দেওয়া থাকল।

এই যুবতী কিন্তু প্রথমেই অভিনেত্রী হতে চাননি। বিমান সংস্থায় কাজ করতে চেয়েছিলেন তিনি। সেই প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু সেখানে চাকরির সুযোগ মেলেনি শেষমেশ।

থিয়েটারে অভিনয় শুরু করেন এই যুবতী। এর পর তিনি পা রাখেন বলিউডে। শুরু থেকেই তাঁর অভিনয় দক্ষতা ছাপ ফেলেছিল সকলের মনে।

এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক সফল ছবিতে অভিনয় করেন এই অভিনেত্রী।

আরও পড়ুন-রাজ্য ছাড়াও রয়েছে পরীমণির আরও এক সন্তান, আগে জানতেন? ভিডিওতে সব ফাঁস হল

আরও পড়ুন-৩২-এ সব শেষ! ড্রাগের ওভারডোজই কি কেড়ে নিল প্রাণ? আদিত্যর মৃত্যুতে ধোঁয়াশা, শেষ পোস্টে যা মিলল…

পর্দায় অমিতাভ বচ্চনের সঙ্গেও জুটি বেঁধেছেন তিনি। গত বছর আলিয়া ভাটের সঙ্গে একটি ছবিতে দেখা যাবে তাঁকে।

 

এত ক্ষণে নিশ্চয়ই এই অভিনেত্রীর পরিচয় বোঝা হয়ে গিয়েছে। ইনি শেফালি শাহ। ‘দ্য লাস্ট লিয়ার’, ‘ওয়াক্ত’, ‘দিল ধড়ক নে দো’, ‘শেরনি’-র মতো ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে তাঁর অভিনয়। আপাতত একাধিক কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী।

Published by:Sanchari Kar

First published:

Tags: Bollywood, Shefali Shah

Source link

Read also  এবার জুটিতে রণবীর ও শ্রদ্ধা! ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ সিনেমাটির মুক্তির দিন পিছিয়ে গেল , movie tu jhoothi main makkaar release date has been postponed but why