Dev | বাসস্থানেই ব্যবসা! দেবের বিরুদ্ধে শান্তিভঙ্গের অভিযোগ, রায় দেবে পুরসভা

কলকাতা: বিতর্কের কেন্দ্রে অভিনেতা-সাংসদ দেব। তাঁর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হন অভিনেতার প্রতিবেশী।

অভিযোগকারী নিকোলাস ওয়াডেন বার্ডের দাবি, বাসস্থানে ব্যবসা করছেন দেব। যার ফলে অসুবিধায় পড়তে হচ্ছে তাঁদের। সাউথ সিটির আবাসনের সেই বাসিন্দা তাঁর যাবতীয় অভিযোগ নিয়ে কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে এই বিষয়ে হস্তক্ষেপ করেনি আদালত। দেবের প্রতিবেশীকে কলকাতা পুরসভায় যেতে বলা হয়।

জানা গিয়েছে, নিজের ফ্ল্যাটেই একটি গানের স্টুডিও তৈরি করেছেন দেব। তাঁর প্রতিবেশীর অভিযোগ, সেখান থেকে অনেক সময় গানবাজনার শব্দ বাইরে আসে। ফলে তাঁর অসুস্থ স্ত্রীর অসুবিধা হয়। আবাসন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়েও নাকি কোনও সুরাহা মেলেনি। তাই অবশেষে আদালতের দ্বারস্থ হন নিকোলাস।

আরও পড়ুন: চোখে ব্য়ান্ডেজ, ‘বাঘাযতীন’-এর সেটে আহত দেব! অভিনেতাকে নিয়ে চিন্তায় অনুরাগীরা

আরও পড়ুন: ‘সম্পর্ক’ অতীত! দেব-শুভশ্রীর যে ঘনিষ্ঠ দৃশ্যগুলি পারদ চড়িয়েছে, দেখে নিন

উল্লেখ্য, দিন কয়েক আগে ‘বাঘাযতীন’-এর শ্যুট চলাকালীন চোখে আঘাত পান দেব। জানা। যায়, গাছের কাঁটা ঢুকে যায় চোখের ভিতর। গুরুতর আহত হন অভিনেতা। তবে এখন ভাল আছেন তিনি।

 

তবে প্রতিবেশীর অভিযোগ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি তিনি। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি অভিনেতার।

Published by:Sanchari Kar

First published:

Tags: Actor, Dev

Source link

Read also  Kiara Sidharth Marriage Live Update: বিয়ের অনুষ্ঠান শেষ, সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেন নবদম্পতি