Dalljiet Kaur Marriage: শালিনকে পিছনে ফেলে জীবনের নতুন ইনিংসের সূচনা করলেন অভিনেত্রী দলজিৎ কৌর। সাত পাকে বাঁধা পড়লেন নিখিল প্যাটেলের সঙ্গে। প্রকাশ্যে এল নবদম্পতির ছবি।
1/7শনিবার, ১৮ মার্চ সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী দলজিৎ কৌর এবং নিখিল প্যাটেল। দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে গাঁটছড়া বাঁধলেন তাঁরা। ছেলে এবং সৎ মেয়েকে নিয়েই এদিন তাঁরা বিয়ে সারেন। 2/7বিয়ের দিন দুজনেই সাদা রঙের পোশাক পরেছিলেন। অভিনেত্রীকে দেখা যায় সাদা লেহেঙ্গা, ওড়নায়। তিনি মাথায় একটি লাল রঙের ওড়না দিয়েছিলেন। গলায় ছিল গোলাপি গোলাপের মালা। অন্যদিকে নিখিলের পরনে ছিল সাদা শেরওয়ানি এবং পায়জামা। সঙ্গে তিনি সাদা পাগড়ি পরেছিলেন। 3/7দলজিতকে এদিন রুবি এবং ডায়মন্ডের জড়োয়া সেট পরতে দেখা যায় সাদা লেহেঙ্গার সঙ্গে। টিকলি, নথ, হার, কানের সঙ্গে পরেছিলেন চূড়া।
4/7বিয়ের শেষে তিনি ছেলে এবং সৎ মেয়ের সঙ্গে ছবি তোলেন। তাঁকে হ্যাপি ফ্যামিলির হাসিখুশি ছবি ধরা পড়ে সেই ফ্রেমে। 5/7এর আগে শালিন ভানোতের সঙ্গে বিয়ে হয়েছিল দলজিতের কিন্তু সেই বিয়ে টেকেনি। তবে তাঁদের একটি ছেলে আছে। ২০১৪ সালে জন্ম হয় জেডনের। অন্যদিকে নিখিলেরও প্রথম বিয়ে থেকে দুটি মেয়ে আছে। আরিয়ানার বয়স ১৩, আনিকার বয়স ৮। 6/7বিয়ের পর অভিনেত্রী প্রথমে দক্ষিণ আফ্রিকার নাইরোবি যাবেন ছেলেকে নিয়ে। এরপর সেখানে থেকে লন্ডন। 7/7এদিন বন্ধুর বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেত্রী করিশ্মা তান্না। তাঁর সঙ্গে তাঁর স্বামী বরুণ বাঙেরাকে দেখা যায়। এছাড়া ঋদ্ধি ডোগরাও উপস্থিত ছিলেন।