Comedian Hit! Actor Kapil was able to make an impression, ‘Zwigato’ is not performing well at the box office. – News18 Bangla

শুক্রবার মুক্তি পেয়েছে নন্দিতা দাস পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘জুইগ্যাটো’ (Zwigato)। মুখ্য চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন কপিল শর্মা। কপিল শর্মার অভিনীত এই সিনেমার প্রথম দিনের বক্স অফিস সংগ্রহ বিশেষ ভাল নয়। ছবিটি মাত্র ৪০৯টি প্রক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এবং ভালো রিভিউ সত্ত্বেও মাত্র ৪২ লক্ষ টাকা ব‍্যবসা করেছে প্রথম দিনে।

বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ টুইট করেছেন, সীমিত স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি প্রথম দিনে ভাল ব‍্যবসা করেনি। শুক্রবার ৫০ লাখও ছুঁতে পারেনি ‘জুইগ্যাটো’।

আরও পড়ুনঃ হাসানোর ‘ওস্তাদ’ কাঁদিয়ে ছাড়বেন দর্শককে, কপিল শর্মার নতুন ছবির ট্রেলার ভাইরাল

২০১৭ মুক্তিপ্রাপ্ত ‘ফিরাঙ্গি’-র পর ‘জুইগ্যাটো’-তে মুখ্য ভূমিকায় আছেন কপিল শর্মা। ছবির গল্পটি ওড়িশায় অবস্থিত। জুইগাটো কর্মী মানসের (কপিল শর্মা) জীবন নিয়ে। একটি কারখানায় চাকরি হারানোর পরে খাদ্য সরবরাহকর্মী হিসাবে কাজ শুরু করেন। জীবনযাত্রা উন্নত মানের হবে সেই আশায় ঝাড়খণ্ড থেকে ওড়িশায় চলে আসে মানসের পরিবার। মানস পাঁচজনের পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর পরিবারে রয়েছে স্ত্রী প্রতিমা (শাহানা গোস্বামী অভিনয় করেছেন), তাঁদের দুই সন্তান এবং তাঁর অসুস্থ মা। ছবিটি শ্রমজীবী ​​শ্রেণির সামাজিক-অর্থনৈতিক সমস্যাগুলিকে তুলে ধরেছে।

আরও পড়ুনঃ ‘পাঠান’-এ বাজিমাত! ফের দেখা যাবে শাহরুখ-সলমনের যুগলবন্দি? গুঞ্জনে উত্তাল চারদিক

‘জুইগ্যাটো’ পরিচালনা করেছেন এবং লিখেছেন নন্দিতা দাস।প্রযোজনা করেছেন Applause Entertainment এবং Nandita Das Initiatives। নিউজ ১৮-এর ফিল্মের রিভিউতে অনুসারে, কপিল একজন কর্মজীবী, মধ্যবিত্ত মানুষের হতাশাকে দারুণ ভাবে প্রকাশ করেছেন। তিনি চরিত্রটা খুবই প্রাসঙ্গিক করে তুলেছেন। কপিলের আরও এ রকম চরিত্রে নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করা উচিত। সাহসী কিন্তু উচ্চাকাঙ্ক্ষী স্ত্রী হিসাবে শাহানা অভিনয়ও মন কাড়ার মত। যদিও চলচ্চিত্রটি সমাজের কথায় তুলে ধরেছে, তবে তা সবার ভাল নাও লাগতে পারে।

Published by:Salmali Das

First published:

Read also  Nawazuddin Siddiqui | স্ত্রী-ছেলেকে নয়, ছাড় শুধু মেয়েকে! নওয়াজের কাণ্ড প্রকাশ্যে আনলেন তাঁর ভাই

Source link