Bonny Sengupta-Rittika Sen | দক্ষিণী ছবি অস্কার পেল অথচ… বনি-বিতর্কে অকপট তাঁর ১ম নায়িকা! এখন কী করছেন তিনি

কলকাতা: টলিউড থেকে আপাতত কিছুটা দূরে তিনি। চুটিয়ে কাজ করছেন দক্ষিণে। বাংলা ছবিতে তিনি কাজ করতে চান না, এমন নয়। তবে মনের মতো প্রস্তাব পেলেই রাজি হবেন ২৩-এর কন্য়ে। ঋত্বিকা সেন।

সম্প্রতি একটি তামিল ছবির কাজ সেরেছেন ঋত্বিকা। সেই ছবিতে সহকর্মী হিসেবে পেয়েছেন বিজয় সেতুপতিকে। যাঁর অভিনয় দক্ষতায় বুঁদ গোটা দেশ, তাঁরই সঙ্গে কাজের সুযোগ। খুশি ঋত্বিকা। “বিজয় স্য়র এই ছবিটিতে খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র করছেন। ওঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে যা-ই বলি, তা কম। তবে ছবিতে আমার বিপরীতে থাকবে নকুল। ও কিন্তু সাউথে খুবই জনপ্রিয়”, ঋত্বিকার গলায় খুশির আভাস স্পষ্ট।

এখানেই থেমে থাকছেন না ঋত্বিকা। মল্লিকা শেরাওয়াতের সঙ্গেও একটি দক্ষিণী ছবিতে দেখা যাবে তাঁকে। তিনি বললেন, “ছবিতে দুই মুখ্য় চরিত্রের একটি আমি অভিনয় করব। অন্য়টিতে মল্লিকা। আশা করছি ছবিটি হিন্দিতেও মুক্তি পাবে। এখন তো সব ছবিই একাধিক ভাষায় মুক্তি পায়।”

উল্লেখ্য়, নায়িকা হিসেবে পর্দায় ঋত্বিকা আত্মপ্রকাশ করেন বনি সেনগুপ্তের বিপরীতে। আপাতত যাঁর নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে। অভিযোগ, রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের কাছ থেকে ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন বনি। এ বিষয়ে অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

আরও পড়ুন: মুখে কুলুপ, প্রবল চাপে বনি! ফের ইডি দফতরে হাজিরা অভিনেতার

আরও পড়ুন: কৌশানীর হাতেই কুন্তল ঘনিষ্ঠ সোমার পার্লারের প্রোমোশন, টাকা নয় দিয়েছিলেন ‘গিফট’

প্রথমে ‘বরবাদ’, তার পর ‘লাভ স্টোরি’, ‘রাজা রানি রাজি’, ‘জিও পাগলা’, ‘ভূতচক্র প্রাইভেট লিমিটেড’-এর মতো ছবিতে বনির সঙ্গে কাজ করেন ঋত্বিকা। সহকর্মীকে ঘিরে এই বিতর্ক দেখে ব্য়থিত অভিনেত্রী। বনির নিউজ18 বাংলাকে তিনি বলেন, “চারদিকে যা দেখছি, তাতে খুবই খারাপ লাগছে। ইন্ডাস্ট্রির নাম খারাপ হচ্ছে। বনিকে নিয়ে আমি কোনও মন্তব্য় করতে পারব না। কারণ ওর সঙ্গে যখন কাজ করেছি, তখন আমার বয়স খুবই কম ছিল। কাজের বাইরে কখনও কোনও কথাও হয়নি। তিন বছরেরও বেশি সময় ধরে আমার সঙ্গে ওর যোগাযোগ নেই।”

Read also  এক মাস বয়স হল দেবীর, বিপাশা-করণের উদযাপন চমকে দেবে! – News18 Bangla

 

ঋত্বিকা আরও যোগ করেন, “কিছু মানুষ ভুল কাজ করে। আর তাদের জন্য় গোটা টলিউডকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। এটা ঠিক নয়। দক্ষিণী ছবি অস্কার পেল। অথচ সত্য়জিৎ রায়ের হাত ধরে আমরাও এই সম্মান পেয়েছিলাম। শিল্পী হিসেবে আমাদের উচিৎ বাংলা ইন্ডাস্ট্রির সেই গর্ব ফিরিয়ে আনা।”

Published by:Sanchari Kar

First published:

Tags: Bonny Sengupta, Tet Scam

Source link