Bollywood News Two Men From Gujarat Try To Break Into Shahrukh Khan’s Bungalow Mannat In Mumbai


মুম্বই: শাহরুখের (Shahrukh Khan) বাড়িতে প্রবেশের চেষ্টা গুজরাতের  দুই বাসিন্দার। আজ্ঞে হ্যাঁ এমন অভিযোগ উঠেছে মন্নতে (Mannat)। জানা গিয়েছে, রাতের অন্ধকারে পাঁচিল টপকে কিং খানের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা চালায় দুই ব্যক্তি। মন্নতের ভিতরে লুকিয়ে ছিলেন ওই দুইজন বলে অভিযোগ ওঠে। 

নিরাপত্তা রক্ষীরা জানিয়েছেন, বুধবার রাতে পাঁচিল টপকে শাহরুখ খানের বাড়ির ভিতরে ঢুকে লুকিয়েছিলেন ওই দুই ব্যক্তি। তবে সেই রাতে বাড়ি ছিলেন না কিং খান। তিনি জওয়ানের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। জানা গিয়েছে, ওই দুইজনের বয়েস ২০ এবং ২২ বছর। এবং তাঁরা গুজরাত থেকে এসেছিলেন। ঘটনার পর মন্নতের ম্যানেজার ওই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বান্দ্রার পুলিশের (Police) হাতে তুলে দিয়েছেন। গ্রেফতার হতেই ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেদের ‘শাহরুখের ভক্ত’ বলে দাবি করেছেন। যদিও প্রকৃতই তারা কিং খানের ভক্ত কিনা, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। যদি তা না হয়, তাহলে কী কারণে দেশের এই সুপারস্টারের বাড়িতে লুকিয়েছিলেন ? স্বাভাবিকভাবেই কিং খানের বাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন, ইমন চক্রবর্তীকে ‘কটূক্তি’, সোশ্যালে মুখ খুললেন সঙ্গীতশিল্পী

বিস্তারিত আসছে… 

Source link

Read also  মাইক্রোসফট সিইও সত্য নাদেলা কর্মীদের ইমেল করে ১০ হাজার কর্মী ছাড়াই সম্পর্কে নিশ্চিত করেছেন, Microsoft CEO Satya Nadella makes email to employees about confirming lay off 10000 jobs