Bollywood News Swara Bhasker Fahad Ahmad Reception

মুম্বই: স্বরা ও ফাহাদের গ্র্যান্ড রিসেপশনের ছবি প্রকাশ্যে ( Swara Bhasker Fahad Ahmad reception)। লেহেঙ্গায় অসাধারণ স্বরা ভাস্কর। স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদের বিয়ের পর দিল্লিতে জমকালো রিসেপশনের আয়োজন করা হয়। স্বরা ও ফাহাদের রিসেপশনে উপস্থিত হয়েছেন মুম্বইয়ের তারকারা। স্বরার রিসেপশনের ছবিগুলি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ছবিতে নব দম্পতিকে খুব সুন্দর লাগছে বলে ইতিমধ্যেই ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন।

গোলাপী ব্লাউজের সঙ্গে সোনালী লেহেঙ্গায় আরও সুন্দরী হয়ে উঠেছেন বরাবরের স্মার্ট স্বরা ভাস্কর।ভারী গয়না এবং মাথায় টিকলি পরে মোহময়ী হয়ে উঠেছেন স্বরা ভাস্কর। পাশাপাশি রিসেপশনের সাজে ততটাই সুন্দর ফাহাদ। ফাহাদ আহমেদের সঙ্গে ৬ জানুয়ারি গাঁটছড়া বেঁধেছিলেন  অভিনেত্রী স্বরা ভাস্কর। গত ১৬ ফেব্রুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ভিডিও পোস্ট করে সুখবর দিয়েছিলেন অভিনেত্রী।

স্বরা ও ফাহাদের দেখা হয়েছিল সিএএ-র প্রতিবাদ মিছিলে। তাই বিয়ের কার্ডেও রয়েছে সেই পোস্টার, ‘কাগজ হাম নেহি দিখায়েঙ্গে’। এছাড়াও ছিল ‘হাম সব এক হ্যায়’ লেখা পোস্টার। সেই দৃশ্যে দেখা মিলেছিল একটি ব্রিজ, মহাত্মা গাঁধীর ছবি, মেরিন ড্রাইভ, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-র পোস্টার, গালিব নামে তাঁদের প্রিয় পোষ্য বেড়াল, আর ভালবাসার বার্তা।             

প্রসঙ্গত,  স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বা বিশেষ বিবাহ আইন অনুযায়ী রেজিস্ট্রি সেরেছিলেন স্বরা ও ফাহাদ। মায়ের শাড়ি ও গয়না পরে, খুন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের মানুষদের নিয়ে বিয়ে করেছিলেন অভিনেত্রী। অভিনেত্রীদের মধ্যে স্পষ্টভাষী ও দৃঢ় বলেই পরিচিতি রয়েছে স্বরার। আর তাই জীবনসঙ্গী বাছার ক্ষেত্রে তিনি যে ছকভাঙা পথে হাঁটবেন সে আর নতুন কী।

Reels

বিয়ের ছবি ট্যুইটারে শেয়ার করে স্বরা লিখেছিলেন, ‘ভালবাসাকে সুযোগ দেওয়ার জন্য এমন যে একটি আইন রয়েছে, তাতে আমি ধন্য। নিজের পছন্দ মতো সঙ্গী নির্বাচন, তাঁকে বিয়ে করার অধিকার, এগুলো যেন বিশেষ সুবিধা হিসেবে দেখা না হয়। এগুলো যেন স্বাভাবিক ভাবেই অর্জন করে মানুষ।’  

Read also  Alia Bhatt: তখন পূর্ণ গর্ভাবস্থা, আলিয়ার বেবি বাম্পের অদেখা ছবি পোস্ট করলেন মা সোনি রাজদান

আরও পড়ুন, চশমার বাইরে রাখলেন চোখ, বলিউডের জন্মের গল্প নিয়ে ‘জুবলি’-তে প্রসেনজিৎ

বিয়ের দিন মেরুনরঙা শাড়িতে সেজেছিলেন স্বরা। রঙমিলান্তি করে ফাহাদ পরেছিলেন মেরুন কাজ করা জহর কোট। মালাবদল, আইনি কাগজে সাক্ষরে বিয়ে সারা তাঁদের। ঢোলের ছন্দেও পা মিলিয়েছিলেন নবদম্পতি। সাদা গোলাপের মালায় বাঁধা পড়ল তাঁদের জীবন। স্বরা ফাহাদের বিয়েতে শুভেচ্ছা জানিয়েছিলেন পর্দা থেকে শুরু করে রাজনীতির ব্যক্তিত্বরাও। 

Source link