Bollywood News Shoot Wrapped Up, ‘Gadar 2’ To Follow Timeline From 1954 To 1971


মুম্বই: ‘গদর ২’ (Gadar 2)-র শ্যুটিং শেষ। ২০০১ সালে মুক্তি পেয়েছিল বলিউডের ব্লকব্লাস্টার ছবি ‘গদর এক প্রেম কথা।’ আর এবার আসতে চলেছে ‘গদর ২।’ আগামী ১৫ জুন সারা ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সানি দেওল এবং আমিশা পাটেলের (Sunny Deol and Ameesha Patel) ছবি।

 ‘গদর ২’ ছবিতে ১৯৫৪ থেকে ১৯৭১ সালের টাইমলাইন তুলে ধরা হয়েছে এই ছবিতে। বলাইবাহুল্য এই ছবি দেখা অপেক্ষায় ‘গদর এক প্রেম কথা’-র ভক্তরা। বছরটা ২০০১। মুক্তি পেয়েছিল বলিউডের ব্লকব্লাস্টার ছবি ‘গদর এক প্রেম কথা।’ আর এবার আসছে ‘গদর ২।”গদর এক প্রেম কথা’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সানি দেওল এবং আমিশা পটেল। ‘গদর ২’ তেও ফের দুজনেই ফ্রেমে রয়েছেন।’গদর এক প্রেম কথা’-র সময় তখনও বেঁচে ছিলেমন অমরেশ পুরি। সেবার ছবিতে তিনি বরাবরের মতোই দক্ষ অভিনেতার পরিচয় দিয়েছিলেন।তবে ‘গদর এক প্রেম কথা’ ছবিতে অন্যান্য মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন লিলেট দুবে, সুরেশ ওবেরয়। বলাই বাহুল্য, সেবার বক্সঅফিসে বড়সড় সাফল্য আসে।

সম্প্রতি ঘোষণা করা হয়, জনপ্রিয় এই ছবির সিক্যুয়েল গদর ২ আসতে চলেছে। দর্শকদের উপহার দিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে’ গদর ২।’ নির্মাতাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২০০১ সালে মুক্তি পাওয়া এই ছবি ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।’গদর এক প্রেম কথা’ ছবির মতোই ‘গদর ২’ ছবিতে পোশাকে খুব একটা বদল আনা হয়নি। ছবিতে দেখা যাচ্ছে ‘গদর ২’ ছবি-র রাতভর শ্যুটিং চলছে। কাজে ব্যস্ত সিনেমাটোগ্রাফার থেকে শুরু করে অন্যান্য সদস্যরা।’গদর ২’ ছবি-র শ্যুটিংয়ের ফাঁকে কুশল বিনিময় সানি দেওলের। তবে কড়া নিরাপত্তায় মধ্যে রয়েছে অভিনেতা।

আরও পড়ুন, বিতর্ক এড়াতে সিদ্ধান্ত? ইউটিউব থেকে সরল রাজকুমার, পঙ্কজের ‘ভিড়’-এর ট্রেলার

Source link

Read also  Jhilam-Karan: ঝিলমের বলিউড কলিং! করণ জোহরের নজরে বাংলার এই ইউটিউবার, শ্যুটিং শুরু জানিুয়ারিতে