Bollywood News : Security Beefed Up Around Salman Khan’s House After Threat Mail

মুম্বই : নিরাপত্তা বাড়ল সলমন খানের। ভাইজানের টিমের এক সদস্য শনিবার সন্ধেয় ই-মেলে হুমকি পান। তার পরই মুম্বই পুলিশ সলমনের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এই মর্মে অভিনেতার ঘনিষ্টের তরফে বান্দ্রা থানায় একটি মামলাও রুজু করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৫০৬(২), ১২০(বি) ও ৩৪ নম্বর ধারায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণৈ, গোল্ডি ব্রার ও অন্যের বিরুদ্ধে মামলা হয়েছে। 

সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, ই-মেলে হুমকি পাওয়ায় অভিনেতা সলমন খানের বাড়ির চারপাশে নিরাপত্তা বাড়িয়েছে মুম্বই পুলিশ। বান্দ্রা থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৫০৬(২), ১২০(বি) ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করেছে। সলমনের অফিসে হুমকি মেল পাঠানোয় শনিবারই মুম্বই পুলিশ জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণৈ, গোল্ডি ব্রার ও রোহিত গর্গকে গ্রেফতার করে।

জানা গেছে, রোহিত গর্গ নামে জনৈক ব্যক্তি মেলটি পাঠায়। তাতে উল্লেখ করা হয়, কানাডার গ্যাংস্টার গোল্ডি ব্রার সলমন খানের সঙ্গে সরাসরি কথা বলতে চায়। এমনকী সম্প্রতি বিষ্ণৈই এক সাক্ষাৎকারে জানিয়েছে, সলমন খানকে খুন করা-ই তার জীবনের লক্ষ্য।
এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ লরেন্স ও গোল্ডিকে গ্রেফতার করেছে। এই মুহূর্তে তিহাড় জেলে রয়েছে লরেন্স। সরাসরি সলমনকে হুমকি দিয়ে এই গ্যাংস্টার বলেছে, হয় অভিনেতা ক্ষমা চাক, অথবা ফল ভোগার জন্য প্রস্তুত থাকুক।

এবিপি-কে এক সাক্ষাৎকার সে জানিয়েছে, অভিনেতা কৃষ্ণসার হরিণ শিকার করে তার সম্প্রদায়কে অপমান করেছেন। এবিপি নিউজের ‘অপারেশন দুর্দান্ত’ অনুষ্ঠানে জেল থেকে সাক্ষাৎকার দেন লরেন্স (Lawrence Bishnoi)। সেখানে খোলাখুলিই সলমনকে হুমকি দিতে শোনা যায় তাঁকে। লরেন্স জানান, জাম্বেশ্বরজির মন্দিরে গিয়ে সলমনকে বিষ্ণোই সমাজের মানুষের সামনে হাতজোড় করে ক্ষমা চাইতে হবে। অন্যথায় চরম পরিণতি হবে অভিনেতার।

Reels

প্রসঙ্গত, ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ রয়েছে সলমনের বিরুদ্ধে। সে আরও বলে, সলমন খানের প্রতি আমাদের সম্প্রদায়ের মধ্যে ক্রোধ আছে। এখন হোক বা পরে, ওঁর অহঙ্কার ভাঙব। ওঁকে আমাদের দেবতার মন্দিরে এসে ক্ষমা চাইতে হবে। যদি আমাদের সম্প্রদায় ওঁকে ক্ষমা করে দেয়, তাহলে আমি কিছু বলব না। 

Read also  Ranbir Kapoor Offered 2 Films By Luv Ranjan Even Before Tu Jhoothi Main Makkaar Releases

গত বছরও সলমন ও তাঁর বাবা সেলিম খান হুমকি চিঠি পান। যার জেরে অভিনেতাকে ওয়াই+ ক্যাটেগরির নিরাপত্তা দেয় মহারাষ্ট্র সরকার। এমনকী সলমনকে আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও দেওয়া হয়েছে। 

 

Source link