Bheed Trailer Removed From YouTube For Depiction Of Lockdown Rajkummar Rao Directed By Anubhav Sinha


কলকাতা: সত্যকে তুলে ধরা? নেতিবাচক প্রচারের তকমা? নাকি শুধুই বিতর্ক? মুক্তির এক সপ্তাহের মধ্যেই টি সিরিজের অফিসিয়াল পেজ থেকে সরিয়ে নেওয়া হল নতুন সিনেমা ‘ভিড়’ (Bheed)-এর ট্রেলার। অনুভব সিন্‌হা পরিচালিত এই ছবি মুখ্যভূমিকায় রয়েছেন রাজকুমার রাও (Rajkummar Rao), পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi), ভূমি পেডনেকর (Bhumi Pednekar) অভিনীত ‘ভিড়’। করোনাকালে পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে এই ছবি। 

মুক্তির সদ্য পরেই এই ছবির ট্রেলার নিয়ে বিতর্ক ছড়ায়। অনেকেই এই ছবির দেশের বিরোধিতা বলে ঘোষণা করেন। তবে ১ সপ্তাহের মাথায় এই ট্রেলার সরানো নিয়েও শুরু হয়েছে বিতর্ক। অনেকে বলেছেন, নির্মাতারা নাকি ভয় পেয়েই এই ট্রেলারটি সরিয়ে দিয়েছেন অফিসিয়াল পেজ থেকে। অনেকের আবার মত, ‘একটু বেশিই গণতান্ত্রিক’। আপাতত ভিড় এর ট্রেলারের লিঙ্ক ইউটিউবে নেই। তবে অন্যান্য প্ল্যাটফর্মে রয়ে গিয়েছে ট্রেলারটি। ইউটিউবে কয়েক লক্ষ্য ভিউ হয়ে যাওয়ার পরেও এই ট্রেলারটি হঠাৎ সরিয়ে দেওয়ায় বেশ অবাকই হয়েছেন অনেকে। 

‘থাপ্পড়’ (Thappad) ‘আর্টিকল ১৫’ (Article 15), ‘মুল্ক’ (Mulk), ‘অনেক’ (Anek)- এর মতো অন্য স্বাদের গল্প ইতিমধ্যেই দর্শকদের উপহার দিয়েছেন অনুভব। বিনোদনের মোড়কে এই সমস্ত ছবিগুলির মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে সমাজের বিভিন্ন দিককেও। নতুন ছবি ‘ভিড়’-এও পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার যন্ত্রণা, তাঁঁদের মাইলের পর মাইল অসহায়ের মতো রাস্তায় হাঁটার ছবিকেই পরিচালক তুলে ধরবেন সেই আঁচ পাওয়া গিয়েছিল ট্রেলারেই। সত্যি ছবিকে তুলে আনবার খেসারৎ ই কি দিতে হল পরিচালককে? ট্রেলার সরিয়ে নেওয়ায় রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই।                                                                                                             

আরও পড়ুন: Arnab Ipshita: বরফ গলল পাহাড়ে! ফের কাছাকাছি অর্ণব-ঈপ্সিতা

তবে এখনও ইনস্টাগ্রাম সহ বাকি প্ল্যাটফর্ম গুলোতে রয়ে গিয়েছে এই ট্রেলার। একবার চোখ বুলিয়ে নিতে পারেন আপনিও।

 




Source link

Read also  কখনও স্নান করছেন, কখনও পুলের ধারে, কখনও বা সমুদ্র সৈকতে...উর্বশী রাউতেলার যে-সব ছবি ভাইরাল