Ballavpurer Rupkotha: Satyam Bhattacharyya Wishes Syamal Chakraborty On His Birthday, Know In Details
কলকাতা: যাঁকে ছাড়া পর্দার গল্পে চলত না এক মুহূর্তও, সেই বন্ধুর আজ জন্মদিন। গল্প অনুসারে তাঁদের সম্পর্ক রাজা ও ভৃত্যের। কিন্তু পরিস্থিতির খাতিরে তাঁরা বন্ধু, একে অপরের পরিপূরক। আজ পর্দার মনোহর ওরফে অভিনেতা শ্যামল চক্রবর্তীর (Shyamol Chakraborty)-র জন্মদিন। তাঁকে শুভেচ্ছা জানালেন পর্দার ভূপতি ওরফে সত্যম ভট্টাচার্য (Satyam Bhattacharyya)।
আজ সোশ্যাল মিডিয়ায় শ্যামলের সঙ্গে ছবি শেয়ার করে সত্যম লিখেছেন, ‘শ্যামলদা আমার বড় বয়েসের বন্ধু। হ্যাঁ। একটা মানুষের সঙ্গে ১৬-১৭ দিন ঘর সংসার করলে সে বন্ধু তো বটেই, তার থেকে আরও বেশি কিছু হয়ে ওঠে। শ্যামলদা বলে বল্লভপুরের রূপকথার শ্যুটিং-এর যাত্রা নাকি আমি হাত ধরে পার করিয়েছি। কিন্তু শ্যামলদা যে ভালবাসা, যে বন্ধুত্ব, যে অভিজ্ঞতা আমাকে দিয়েছে, তার এক অংশও ওটা নয়। ভাল থেকো, সুস্থ থেকো, চিরসবুজ থেকো। Happy Birthday শ্যামলদা। সত্যি মনোহর, তুই না থাকলে যে আমার কি হত।’
আরও পড়ুন: Bhool Bhulaiya 3: ‘ভুলভুলাইয়া ৩’-তে ফিরছেন কার্তিক আরিয়ান, গা ছমছমে টিজারে ঘোষণা
অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) পরিচালিত ‘বল্লভপুরের রূপকথা’ (Ballavpurer Rupkotha) -তে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন সত্যম। আর দ্বিতীয় মুখ্যভূমিকা ছিল শ্যামলের। তাঁদের দুজনের সমীকরণ নজর কেড়েছিল পর্দায়। ভৃত্যের সঙ্গেও যে কতটা বন্ধুত্ব, আত্মীয়তা আর ভালবাসার সম্পর্ক হতে পারে, তা তুলে ধরেছিল এই ছবিই। বক্সঅফিসে সাফল্য পেয়েছে এই ছবি।