Ashish Vidyarthi’s First Wife Rajoshi Barua Shares Cryptic Posts On Instagram After Actor Ties Knot With Rupali Barua


কলকাতা: ৬০ বছর বয়েসে পৌঁছে বিয়ে করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী (Bollywood Actor Ashsish Vidyarthi )। ফ্যাশন ডিজাইনার রূপালী বড়ুয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি। বৃহস্পতিবার শহরের একটি ক্লাবে রূপালী বড়ুয়ার গলায় মালা পরালেন এই বর্ষীয়ান অভিনেতা। আর অভিনেতার দ্বিতীয় বিবাহ নিয়ে একটি বিশেষ বার্তা দিলেন তাঁর (Ashsish Vidyarthi) প্রথম পক্ষের স্ত্রী রাজোশী বড়ুয়া। রাজোশী ইন্সটায় পর পর দুটি পোস্ট শেয়ার করেন। আর সেখান থেকেই উঠে আসে তাঁর বেদনার কথা। পাশাপাশি ভালবাসার মানুষটির প্রতি অনুভুতির কথা। 

একটি পোস্টে তিনি লেখেন, ‘সঠিক ব্যক্তি আপনাকে প্রশ্ন করবে না যে আপনি তাদের কাছে কী বোঝাতে চান। তারা তা করবে না যা তারা জানে যে আপনার ক্ষতি করে। মনে রাখবেন।’

আরও পড়ুন…

Hair Care : শুধু ধূলো-বালি নয়, এই বদভ্যাসগুলি চুলকে দুর্বল ও প্রাণহীন করে তোলে !

এর পাশাপাশি অন্য় পোস্টে লেখেন, ‘অতিরিক্ত চিন্তাভাবনা এবং সন্দেহ এখনই আপনার মন থেকে বেরিয়ে যাক। স্পষ্টতা বিভ্রান্তি প্রতিস্থাপন করতে পারে। প্রশান্তি আপনার জীবন পূর্ণ করুক। আপনি একজন শক্তিশালী মানুষ, আপনার আশীর্বাদ গ্রহণ করার সময় এসেছে। আপনি এর যোগ্য।’

প্রসঙ্গত,  রূপালী বড়ুয়া মূলত অসমের মেয়ে। তবে কর্মসূত্রে কলকাতায়। এশহরে তাঁর একটি ফ্যাশন স্টোর রয়েছে। তিনি জানিয়েছেন অনেক আগে থেকেই তিনি আশিস বিদ্যার্থীকে চেনেন। সেই থেকেই তাঁর সঙ্গে বন্ধুত্ব শুরু। এরপরেই তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। পাশাপাশি আশিস জানিয়েছেন, জীবনের এই সময় পৌঁছে রূপালিকে পাশে পেয়ে তিনি অভিভূত। আনন্দের এই দিনটিকে স্মরণীয় করতেই বন্ধুদের এবং পরিবারকে সঙ্গে নেন তিনি। উল্লেখ্য, এর আগে শকুন্তলা বড়ুয়ার মেয়ের সঙ্গে সংসার করেছেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত এই বর্ষীয়ান অভিনেতা। তবে ফের জীবনের নতুন ছন্দে, নতুন আঙ্গিকে এসে কীভাবে প্রেমে পড়লেন, বলতে গিয়ে তিনি জানিয়েছেন, সেটা নাকি এক লম্বা গল্প। ফ্রেম ছাড়িয়ে সেখানে প্রেমের নতুন দিগন্ত।

আরও পড়ুন…

Women health tests: মহিলারা ৩০ পার করলে এই টেস্টগুলো অবশ্যই করুন

বিয়ের বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেতা (Ashsish Vidyarthi) বলেন, “আমার জীবনের এই পর্যায়ে রূপালীর সঙ্গে বিয়ে হওয়াটা একটা অসাধারণ অনুভূতি। সকালে আমাদের কোর্ট ম্যারেজ ছিল, তারপরে সন্ধ্যায় গেট-টুগেদার হয়েছিল।”

Source link

Read also  Jeet: ফিরছে বস? ‘চেঙ্গিজ’-এর সাফল্যের পর নতুন ছবি নিয়ে ভাবনা শুরু জিতের