Arnab-Ipshita: রেজিস্ট্রির পর ভেঙে যায় সামাজিক বিয়ে! তিন মাস পর ইপ্সিতাকে ফের কাছে টানলেন অর্ণব

২০২২ সালের জানুয়ারি মাসে আইনি বিয়ে সেরেছিলেন টেলিপাড়ার অত্যন্ত মিষ্টি জুটি অর্ণব-ইপ্সিতা। ‘আলতা ফড়িং’-এর ব্যাঙ্কবাবুর সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন টেলি অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়। জি বাংলার ‘আলো-ছায়া’ ধারাবাহিকে কাজ করতে গিয়ে আলাপ অর্ণব-ইপ্সিতার। ধারাবাহিকে দেবাদৃতা বসু নায়ক ছিলেন অর্ণব। অন্যদিকে নায়কের বৌদির চরিত্রে অভিনয় করেছিলেন ঈপ্সিতা। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব গাঢ় হয়, তারপর প্রেম। ২০২২-এর শুরুতেই প্রেম সম্পর্ককে আইনি স্বীকৃতি দিয়েছিলেন দুজনে। গত ডিসেম্বরে দুজনের বিয়ের তারিখ পাকা ছিল। তারিখ ছিল ২রা ডিসেম্বর ২০২২।

কিন্তু কোথায় কী! বিয়ের দু-মাস আগে দুজনের মনোমালিন্যের গুঞ্জন সামনে আসে। সেই গুঞ্জন নেহাত রটনা ছিল না। নির্ধারিত দিনে বিয়েও হয়নি দুজনের। তবে বিচ্ছেদ নিয়ে এতদিন সরাসরি মুখ খোলেননি জুটি। তবে বুধবার সব জল্পনা-কল্পনার অবসান। ইনস্টাগ্রামে এত মাস পর একসঙ্গে ছবি পোস্ট করলেন দুজনে।

দার্জিলিং-এর বিজনবাড়ির নিস্তব্ধতার মাঝে পরস্পরের দিকে অবাক নয়নে চেয়ে রয়েছেন দুজনে। ছবি ঝাপসা, তবে সেই অস্পষ্টতার মাঝেও নিজেদের সম্পর্কের সমীকরণটা স্পষ্ট করে দিলেন অর্ণব-ইপ্সিতা। ছবির ক্যাপশনে তাঁরা লেখেন, ‘ব্লারড’ (blurred)।

এই ছবি দেখে আবেগ আর উচ্ছ্বাসে ভাসছে ‘আলোকাশ’ জুটির ভক্তরা। বাদ নেই তারকা দম্পতির টেলিপাড়ার বন্ধুরাও। অর্ণবের ‘ফড়িং’ খেয়ালি লেখেন, ‘উফ… আমার দুপুরটা ভালো হয়ে গেল এই ছবিটা দেখে’। কেউ লেখেন, ‘এইভাবেই জুড়ে থেকো, তোমারা মেড ফর ইচ আদার’। এক নেটিজেন লেখেন, কতদিন ধরে অপেক্ষা করেছিলাম এই ছবিটা দেখব বলে, কী যে বলব! এবার জলদি বিয়েটা সেরে ফেল’। 

 বিচ্ছেদের গুঞ্জন যখন ডানা মেলেছিল, এক সংবাদমাধ্যমকে ইপ্সিতা বলেছিলেন ‘ব্যক্তিগত বিষয় নিয়ে এই মুহূর্তে কিছুই বলতে চাইছি না। কিছু জানানোর হলে স্বেচ্ছায় সময় মতো জানাবো।’ অন্যদিকে অর্ণব বলেছিলেন, ‘আপতত আমরা আলাদা রয়েছি’। সাময়িক সেই দূরত্ব মিটে গিয়েছে তা স্পষ্ট এই ছবিতে। আলতা ফড়িং-এর সফর শেষ করার পর এখনও নতুন কাজ শুরু করেননি অর্ণব, অন্যদিকে এই মুহূর্তে ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে ইপ্সিতাকে। 

Read also  Aamir Khan Was Paid Rs 1000 Per Month When He Worked On QSQT, Know In Details

Source link