Anurag-Sunny: ‘পুরুষরা যৌন চিন্তাভাবনা করে…’, একসময়ের ‘পর্নস্টার’ সানিকে কেনেডিতে নেওয়ার কারণ জানালেন অনুরাগ

বর্তমানে সাফল্যের সপ্তম স্বর্গে রয়েছেন সানি লিওন। অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন তিনি। কান ফিল্ম ফেস্টিভ্যালে ছবির প্রিমিয়ারেও অংশ নিয়েছিলেন। সানি (Sunny Leone) এবং রাহুল ভাটের (Rahul Bhat) সঙ্গে রেড কার্পেটে হাঁটার আগে ছবির পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) মিডিয়াকে জানান কেন তিনি কেনেডি (Kennedy) সিনেমায় চার্লি চরিত্রের জন্য সানিকে বেছে নিয়েছিলেন। 

কেনেডি-তে সানির চরিত্র সম্পর্কে খুব বেশি কিছু প্রকাশ করা হয়নি, তবে টিজারে অভিনেত্রীর একটি ছোট্ট ঝলক রয়েছে। লিফটে উঠার পর তাকে হাসিতে ফেটে পড়তে দেখা যায়। এই ছবিতে অনিদ্রা রোগে ভোগা এক প্রাক্তন পুলিস অফিসারের গল্প উঠে এসেছে। দুনিয়ার চোখে বহুদিন আগেই মৃত তিনি, তবে দুর্নীতিগ্রস্ত সমাজব্যবস্থার বিরুদ্ধে অগোচরেই লড়াই চালাচ্ছেন তিনি। সেই চরিত্রেই রয়েছেন রাহুল ভাট।

সানি সম্পর্কে কথা বলতে গিয়ে অনুরাগ কাশ্যপ কান ২০২৩-এ (Cannes Film Festival 2023) ফিল্ম কম্প্যানিয়নকে বলেন, ‘আমি শপথ করে বলছি আমি কখনও তার কোনও সিনেমা দেখিনি। আমি ওর সাক্ষাৎকার দেখেছি। ওর চোখে মুখে একটা বিষণ্ণ ভাব রয়েছে, অতীত জীবন রয়েছে। আমার ৪০-এর উপরের একজন মহিলার দরকার ছিল। যাকে নিয়ে তার চারপাশের পুরুষরা যৌন চিন্তাভাবনা করে, ৫০-৬০ বছরের পুরুষরা। আমার সেক্সের অভিনয় দেখার দরকার ছিল না। আমার দেখতে হত এমন একজন যে সত্যিকারের জীবনে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। সানির মধ্যে, আমি এমন একজন মহিলাকে পেয়েছি যে এই সমস্ত জিনিসগুলিকে অতিক্রম করে এসেছে।’

‘সানিকে বাজারে কী পরিমাণ অর্থ দেওয়া হয় আমি জানি। আমি ওঁকে বলেছিলাম এটা ওই ধরনের ছবি না। আমি এতটা পারব না। তিনি খুশি হয়ে জবাব দিয়েছিলেন, তুমি যে আমার কথা ভেবেছ এটাতেই আমি অভিভূত, আমি কাজটা করব। কঠিন পরিশ্রম করেছেন তিনি কাজটার জন্য। আর সেটা সিনেমায় ফুটেও উঠেছে।’, আরও জানান অনুরাগ।

Read also  শোলাঙ্কির হঠাৎ বিদায়েই কি 'গাঁটছড়া' আবার সেরা দশে! এবার টিআরপি তালিকায় দারুণ চমক || Sholanki's sudden departure is 'Gantchara' again in the top ten! This is a great surprise in the TRP list – News18 Bangla

একসময় সানির পরিচিতি ছিল ‘পর্ন তারকা’ বা ‘প্রাপ্তবয়স্কদের ছবি তারকা’ হিসেবেই। ২০১২, সেবছর পূজা ভাটের থ্রিলার জিসম ২-র হাত ধরে বলিউডে পা রেখেছিলেন সানি। তার আগে অংশ নিয়েছিলেন বিগ বসে। বৃহস্পতিবার গভীর রাতে (ভারতীয় সময়) কেনেডি-র স্ক্রিনিং হয় কানে। ছবি সেখানকার দর্শকদের কাছ থেকে পায় প্রশংসা। হলে উপস্থিত দর্শকরা ৭ মিনিট ধরে টিম কেনেডি-কে ‘স্ট্যান্ডিং ওভেশন’ দেয়। কান চলচ্চিত্র উৎসবের মিডনাইট স্ক্রিনিং বিভাগে প্রদর্শিত হয়েছে ‘কেনেডি’।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

Source link