Ankita Lokhande | একাধিক ছবি, হিট ধারাবাহিক! তবুও সুশান্তের প্রাক্তন অঙ্কিতা পাচ্ছেন না কোনও কাজ
কলকাতা: এক সময়ের টেলিভিশনের প্রথম সারির অভিনেত্রী। করেছেন ছবিও। তাঁর পারিশ্রমিকও ছিল আকাশছোঁয়া। এ হেন অঙ্কিতা লোখাণ্ডেই একজন কাজের অভাবে বাড়িতে বসে।
ধারাবাহিকের পর বড় পর্দায় পা রেখেছিলেন অঙ্কিতা। এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে মাত্র দু’টি ছবি। ‘মণিকর্ণিকা: দ্য় ক্য়ুইন অফ ঝাঁসি’ এবং ‘বাঘি’। তাঁর প্রথম ছবি নিয়ে কম মাতামাতি হয়নি। কঙ্গনা রানাউতের সঙ্গে ‘মণিকর্ণিকা’য় অভিনয় করেছিলেন তিনি। কিন্তু আপাতত তাঁর হাতে কোনও কাজ নেই।
এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে অঙ্কিতা বলেন, “বিষয়টা এ রকম নয় যে আমার কাছে অনেক চিত্রনাট্য় আসছে আর আমি সেগুলি ছেড়ে দিচ্ছি। বাইরের দুনিয়াটা একদম আলাদা। সেখানে কেউ এসে তোমাকে চিত্রনাট্য় দিয়ে যাবে না। আর আমি লোকের কাছে গিয়ে তাঁদের খুশি করতে পারব না। কাজ চাইতে পারব না। সেটা আমার স্বভাব নয়।”
আরও পড়ুন: মা হচ্ছেন অঙ্কিতা লোখান্ডে! বিয়ের ছ’মাসের মাথায় সুখবর! গোপন খবর ফাঁস
আরও পড়ুন: তোমার যেটা ভাল মনে হয় করো! সুশান্তের মৃত্যুর পরে অঙ্কিতাকে বলেছিলেন ভিকি
অঙ্কিতা জানান, তাঁর কাছে যা কাজ আসছে, তিনি তা-ই মন দিয়ে করছেন। অভিনেত্রীর কথায়, “প্রতিভাকে মূল্য় দেওয়ার সময় মানুষের নেই। যেখানে সম্মান পাচ্ছি বলে মনে হবে, সেখানেই কাজ করব।”
‘পবিত্র রিশতা’র হাত ধরে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন অঙ্কিতা। সেই ধারাবাহিকে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত। সেখানেই দু’জনের আলাপ। আলাপ থেকে প্রেম। সুশান্তের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ব্য়বসায়ী ভিকি জৈনের প্রেনে পড়েন অঙ্কিতা। ২০২১ সালে তাঁরা সাতপাক ঘোরেন। মুম্বইয়ের এক বিলাসবহুল বাড়িতে সংসার পেতেছেন তাঁরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ankita Lokhande, Bollywood