খুব অল্প বয়সেই কেরিয়ারে সাফল্য পেয়েছেন ‘মিঠাই’- এর পিঙ্কিজি। একের পর এক মেগায় কাজ করে চলেছেন। কত নম্বর পেয়েছেন উচ্চমাধ্যমিকে।
1/5বুধবার প্রকাশ্যে এল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। চলতি বছরে বারো ক্লাসের পরীক্ষা দিয়েছিলেন টলিউড অভিনেত্রী অনন্যা গুহ। সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী। খুব অল্প বয়সেই কেরিয়ার গড়ে নিয়েছেন টলিউডে। লেখাপড়ার সময় আর পাঁচটা পড়ুয়ার মতো পান না। কত পেলেন উচ্চমাধ্যমিকে অনন্যা?2/5‘কৃষ্ণকলি’র মুন্নি চরিত্র দিয়ে তিনি শিশুশিল্পী হিসেবে জায়গা করে নিয়েছিলেন দর্শক মনে। তারপর একাধিক ধারাবাহিকে কাজ করে দর্শক মনে জায়গা করে নেন। তাঁর দেখা মেলে মিঠাইয়ের পিঙ্কিজি হিসেবে। কাজ করেছেন লক্ষ্মী কাকিমা সুপারস্টারে-ও। আপাতত অনন্যাকে দেখা যাচ্ছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে। রয়েছেন স্টার জলসার নতুন শুরু হতে চলা মেগা তুঁতে-তেও। 3/5অনন্যা নিজেই জানালেন উচ্চমাধ্যমিকে তিনি ৭৫ শতাংশ নম্বর পেয়েছেন। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেমিক সুকান্ত কুন্ডু। তিনি বান্ধবীর সঙ্গে ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লিখলেন, ‘আর এই সুন্দরী আসে তীক্ষ্ণ মস্তিস্কের সঙ্গে। শুভেচ্ছা @অনন্যা।’
4/5এক সংবাদমাধ্যমকে অনন্যা জানালেন এরপর তাঁর মিডিয়া সায়েন্স নিয়ে পড়াশোনার ইচ্ছে আছে। কাল থেকেই তাঁর প্রস্তুতি শুরু করে দেবেন। 5/5তা কী করে সামলালেন পড়াশোনা আর শ্যুটিং। শিয়ালদহের লোরেটো স্কুলের ছাত্রী তিনি। শ্যুটের ফাঁকে যখনই সময় পেতেন তখনই বই খুলে সব পড়া ঝালিয়ে নিতেন। সকাল থেকে সেভাবে চিন্তিতও ছিলেন না। বরং ভরসা ছিল ফলাফল ভালোই হবে।