Ananya Guga Resultt || উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেলেন কৃষ্ণকলি ধারাবাহিকের মুন্নি? শুনলে চমকে উঠবেন

কৃষ্ণকলি সিরিয়ালে ‘শ্যামা’ অর্থাৎ তিয়াশা রায়ের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অনন্যা। সেখানে অবশ্য চরিত্রে সামান্য হলেও নেগেটিভ শেড ছিল। মিঠাইয়ে তিনি আবার মিষ্টি বউ৷ বাস্তব জীবনে অনন্যা বেশ ছটফটে৷ সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি৷ সব সামলে পড়াশোনায় যে ফাঁকি দেননি, তা তিনি  প্রমাণ করে দিলেন৷

আরও পড়ুন: এক ক্লিকে উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখুন News18 Bangla-র ওয়েবসাইটে

৭৫ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন অনন্যা৷ শিয়ালদহ লোরেটো স্কুলের ছাত্রী তিনি৷ তাঁর সাফল্যের খবরে উচ্ছ্বসিত তাঁর বিশেষ বন্ধু সুকান্ত কুন্ডু৷ সম্প্রতি প্রেমে শিলমোহর দিয়েছেন তাঁরা। ইনস্টাগ্রামে কখনও রোমান্টিক, কখনও মজার ভিডিয়ো শেয়ার করে থাকেন তাঁরা। অনন্যার সাফল্যে যারপরনাই খুশি সুকান্ত৷

Source link

Read also  Moushumi Chatterjee-Aparna Sen: অপর্ণা সেনকে নিয়ে নেতিবাচক মন্তব্য, মেয়ে কঙ্কনার প্রশ্নের মুখে মৌসুমী