Aishwarya Rai-Jaya Bachchan: ঐশ্বর্যর মাকে নাকি ঠেলা মারেন জয়া বচ্চন? ভাইরাল ভিডিয়োর আসল সত্যিটা কী

বচ্চন পরিবার নিয়ে চর্চা বরাবরের। বলিউডের তারকা খচিত এই পরিবারের অন্দরের কাহিনি জানতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। সবথেকে বেশি হয়তো চর্চা হয় বউমা ঐশ্বর্য রাই-এর সঙ্গে শ্বশুর-শাশুড়ি অমিতাভ আর জয়ার সম্পর্ক নিয়ে। বহুবার ভাইরাল হওয়া ভিডিয়োতে ঐশ্বর্য আর অমিতাভের সুমধুর সম্পর্ক ধরা পড়েছে। যদিও নেটিজানদের দাবি, শাশুড়ির সঙ্গে সেভাবে বনিবনা নেই অ্যাশের। জয়া বচ্চন নাকি একাবারেই পছন্দ করেন না সুন্দরী বউমাকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিয়ো। যেখানে দেখা যায় রজনীকান্তের ছবি কোচাদাইয়ান-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সপরিবারের হাজির হয়েছেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন এবং ঐশ্বরিয়া রাইরা। সঙ্গে রয়েছেন অভিনেত্রীর মা বৃন্দা রাই-ও।

দেখা যাচ্ছে স্টেজে রজনীকান্তের পাশে অমিতাভ। তাঁর পাশে ঐশ্বর্য। আর তাঁর পাশে বৃন্দা। সেইসময় নিজের পাশে জয়াকে স্বাগত জানানোর জন্য হাত বাড়ান তিনি। কিন্তু বর্ষীয়ান অভিনেত্রী বৃন্দার হাত ধরে টেনে সরিয়ে দিয়ে নিজে গিয়ে ঐশ্বর্যর পাশে দাঁড়ান। তারপর থেকেই নেটিজেনদজের কটাক্ষে রয়েছেন জয়া। এমনিতেই মিডিয়ার ফোটোগ্রাফারদের দেখলে চটে যাওয়া জয়া বচ্চনকে নিয়ে নেটপাড়ায় ট্রোল লেগেই থাকে। এবার নিজের বউমার মা-কে এভাবে ঠেলে দেওয়ার জন্য ফের হতে থাকে আক্রমণ।

তবে নেটপাড়ায় ছড়িয়ে পড়া এই ভিডিয়োটিকে এডিট করা হয়েছে। আসল ভিডিয়োতে দেখা যাচ্ছে বৃন্দাই জোর করেন জয়াকে ঐশ্বর্যর পাশে দাঁড়াতে। এমনকী জয়া দীর্ঘ সময় বাধাও দেন বউমার মা-কে।

বেশ কয়েকবছর প্রেম করার পর ২০০৭ সালে অভিষেককে বিয়ে করেন ঐশ্বর্য। ২০১১ সালে জন্ম দেন আরাধ্যার। বচ্চন পরিবারের সঙ্গেই থাকেন তিনি। এর আগে জয়াকে এক সাক্ষাৎকারে বউমাকে নিয়ে বলতে শোনা গিয়েছে, ‘ও আমার বন্ধু। আমার যদি ওর সঙ্গে কোনও মতের অমিলও হয়, সরাসরি ওর মুখের উপরে বলি। পিছনে সেটা নিয়ে রাজনীতি করি না।’ 

এর আগে অভিষেক মা আর বউয়ের নামে নালিশ জানিয়ে বলেছিলেন, ‘মা এবং অ্যাশ আমার বিরুদ্ধে গ্যাং আপ করে। মা বাঙালি, তাই বাংলা ভাষা জানে। ঐশ্বর্য ঋতুপর্ণর সঙ্গে চোখের বালিতে কাজ করেছে, সেই সূত্রে ও নিজেও বাংলাটা ভালো বলে। ওদের যখন আমার বিরুদ্ধে গ্যাং আপ করার হয় বাংলায় কথা বলতে শুরু করে।’

Read also  নিয়ন্ত্রণ হারায়নি, ট্রাকের ধাক্কায় খাদে পড়ে বৈভবী ও তাঁর হবু স্বামীর গাড়ি, বিস্ফোরক প্রযোজক! Vaibhavi Upadhyaya passed away in Himachal Pradesh on Monday, car toppled into the valley after it was hit by a truck – News18 Bangla

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

Source link