Aishwarya Rai: হঠাৎ করেই ভাইরাল ঐশ্বর্য্য রাইয়ের এই খাবার ছবি! কী এমন আছে এতে? ধন্যধন্য করছে সকলে – News18 Bangla
কলকাতা: মাথার উপর চোখ ধাঁধানো মিস ওয়ার্ল্ডের মুকুট৷ বিশ্বসেরা সুন্দরীর তকমা পেয়েও মাটিতে বসে সাধারণ ভাত তরকারি দিয়ে দুপুরের খাবার সারছেন ঐশ্বর্য্য রাই৷ পাশে বসে খাবার খাচ্ছেন তাঁর মা বৃন্দা রাই-ও৷ এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই হুহু করে ভাইরাল৷
বিশ্বসুন্দরী হয়েও একেবারে ভারতীয় কায়দায় অত্যন্ত সাধারণ খাবার খাওয়ার ছবি দেখে মুগ্ধ অনেকেই৷
আরও পড়ুন: শকুন্তলা বড়ুয়ার মেয়ের সঙ্গে প্রথম বিয়ে, আছে ছেলেও! ৬০ বছরে নতুন সংসার আশিস বিদ্যার্থীর
ছবিতে দেখা যাচ্ছেন, ঐশ্বর্য্যর পরনে লম্বা হাতা ব্রোকেটের ব্লাউজের সঙ্গে সরু সোনালি পাড় গাঢ় গোলাপি রঙের সিল্কের শাড়ি৷ হাতে, কানে, গলায় সোনালি গয়না৷ ‘মিস ওয়ার্ল্ডে’র স্যাশটাও শরীরে জড়ানো৷
It’s very nice to see beautiful people being humble and with their family. Nowadays, it is very common for beauty to be accompanied by pride.
— Edward Fox (@edward1993) May 25, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aaishwarya rai