Aditya Roy Kapur And Mrunal Thakur Starrer Gumraah Is Releasing On April 7
কলকাতা: আবারও বলিউডে ক্রাইম থ্রিলার। ছবির নাম ‘গুমরাহ’। এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বেঁধেছেন ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur) ও আদিত্য় রয় কপূর (Aditya Roy Kapur)। আর ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে এই ছবির টিজার। অভিনেত্রী ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur) ইন্সটাগ্রামের পোস্টে শেয়ার করে নিয়েছিলেন এই খবর। তবে শুধু ম্রুণালই নন, আদিত্য়ও তাঁর প্রোফাইলে টিজার রিলিজের খবর প্রকাশ্য়ে এনেছিলেন
এই ছবিতেই প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করবেন আদিত্য় রয় কপূর ( Aditya Roy Kapur)। পাশাপাশি ম্রুণাল ঠাকুরকে (Mrunal Thakur) একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। একটি বিশেষ চরিত্রে দেখা মিলবে অভিনেতা রনিত রায়েরও (Roit Roy)। এই ছবিটি পরিচালনা করেছেন নবাগত পরিচালক বর্ধান কেতকর। তামিল ছবি ‘তাধাম’-এর হিন্দি রিমেক এই ছবির ছত্রে ছত্রে রয়েছে সাসপেন্স।
ট্রেলারে সিরিয়াল কিলিং-এর গল্প উঠে আসতে চলেছে এই ছবিতে। তাই গোটা ছবি জুড়েই যে রহস্য়-রোমাঞ্চ থাকবে একথা বলাই যায়। অন্য়দিকে, ফিল্ম সমালোচক তরণ আদর্শ আজ ইন্সটাগ্রামে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন যে আর মাত্র ৭ সপ্তাহ বাকি আছে এই ছবি মুক্তি। পাশাপাশি তিনি শেয়ার করে নিয়েছেন ছবির পোস্টারও।
Reels
আরও পড়ুন…
রানির প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ, ট্য়ুইটারে শেয়ার করলেন বিশেষ বার্তা
প্রসঙ্গত, সম্প্রতি ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছে আদিত্য় রয় কপূর(Aditya Roy Kapur) অভিনীত ‘দ্য় নাইট ম্য়ানেজার’। যেখানে একেবারে অচেনা ঢঙে দেখা মিলেছে বলিউডের তারকা অভিনেতা আদিত্য রায় কপূরের। ছবির প্রচারে মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে ‘রিয়েল-লাইফ’ ম্যানেজারের (Real Life Manager) ভূমিকায় দেখা মিলেছিল অভিনেতার। হোটেলে ঘর নিতে আসা এক অতিথির হাতে তাঁর ঘরের চাবি তুলে দিতেও দেখা যায় আদিত্যকে ( Aditya Roy Kapur)। এই সিরিজের হাত ধরেই ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছিলেন আদিত্য রায় কপূর (Digital Debut)। সন্দীপ মোদি পরিচালিত ‘দ্য নাইট ম্যানেজার’ (The Night Manager) এইমুহূর্তে দর্শকের পছন্দের তালিকায়। এই সিরিজে দেখা যায় অনিল কপূর, আদিত্য রায় কপূর, শোভিতা ধুলিপালা, তিলোত্তমা সোম, শাশ্বত চট্টোপাধ্যায়, রবি বহেলকে। এই সিরিজটি মূলত জন লে ক্যারের উপন্যাস ‘দ্য নাইট ম্যানেজার’-এর অফিসিয়াল হিন্দি সংস্করণ। সিরিজটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘দ্য ইঙ্ক ফ্যাক্টরি’ ও ‘বানিজয় এশিয়া’।