ABP Exclusive: Actor Anirban Bhattacharyya And Actress Priyanka Sarkar Talked About Their New Film Abar Bibaho Obhijaan
এই ছবিতে চোখ রেখেই বোধহয় দর্শক প্রথম জেনেছিলেন, অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) গোয়েন্দা অথবা সিরিয়াস চরিত্রের পাশাপাশি, দমফাটা হাসির চরিত্রেও সমান সাবলীল। দর্শক ভালবেসেছিলেন প্রিয়ঙ্কা সরকারের (Priyanka Sarkar)-এর মালতী হয়ে ওঠাকেও। জনপ্রিয় সেই গণশা-মালতীর জুটিকেই আবার পর্দায় ফেরাচ্ছেন সৌমিক হালদার। তাইল্যান্ডে শ্যুটিং থেকে শুরু করে ছোটবেলার দুষ্টুমির গল্প, এবিপি লাইভে মজায় মোড়া পর্দার মালতী আর গণশার সাক্ষাৎকার।