Abhishek Banerjee: অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল ঝাড়গ্রাম জেলা পুলিশ
<p>অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা, মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু <br />মামা রুজু করল ঝাড়গ্রাম জেলা পুলিশ</p>
<p>৪ জনকে আটক করা হয়েছে</p>
<p>খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্টের মতো জামিন অযোগ্য ধারায় মামলা রুজু </p>
<p>গতকাল গড় শালবনিতে অভিষেকের নবজোয়ার যাত্রায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়<br />—-<br />গতকাল অভিষেকের কনভয় ঘিরে<br />গড় শালবনিতে উত্তেজনা ছড়ায়। মন্ত্রীর গাড়িতে <br />হামলা।একাধিক গাড়িতে ইটবৃষ্টি। পর পর গাড়ি ভাঙচুর। তৃণমূলকর্মীদের মারধর। এবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ের যাত্রাপথেই আছড়ে পড়ল কুড়মিদের ক্ষোভ! ছুড়ে মারা হল তৃণমূলের পতাকা। উঠল চোর চোর স্লোগান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি পেরিয়ে যেতেই শুরু হয় ইটবৃষ্টি। মারধর করা হয় তৃণমূল কর্মীদের। আহত হয়েছেন ঝাড়গ্রাম থানার আইসি-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। যাত্রাপথে কুড়মি-বিক্ষোভ নিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জবাব দিয়েছে বিজেপিও।</p>
Source link