২৩ বছর বয়সে বোনের দিদি হলেন এই অভিনেত্রী! বহু বাধা পেরিয়ে কন্যাসন্তানের জন্ম দিলেন তাঁর ৪৭ বছর বয়সি মাmalayalam actress arya parvathi gets sibling at 23 years of her age – News18 Bangla
তিরুঅনন্তপুরম: ছোটবেলাতেই খুব ইচ্ছে ছিল একটা ভাই বা বোন থাকুক তাঁর নিজের৷ অবশেষে সেই ইচ্ছে পূর্ণ হল ২৩ বছর বয়সে পৌঁছে৷ জীবনে ২৩ টি বসন্ত পার করে নিজের বোনের দিদি হলেন মালয়লম অভিনেত্রী আর্যা পার্বতী৷ এই টেলিভিশন অভিনেত্রীর ৪৭ বছর বয়সি মা জন্ম দিয়েছেন কন্যাসন্তানের৷ এখন আর্যা অপেক্ষা করছেন কবে বোনের মুখে দিদি ডাক শুনতে পাবেন৷ তবে এখন পরিবারের কাছে যতই আনন্দমুহূর্ত মনে হোক না কেন, চল্লিশোর্ধ্ব মহিলার এই অন্তঃসত্ত্বা পর্ব খুব একটা মসৃণ ছিল না৷ সেই অভিজ্ঞতা হিউম্যানস অব বম্বে পেজে শেয়ার করেছেন আর্যা৷ জানিয়েছেন ইউটেরাইন সমস্যার জন্য তাঁর মায়ের শরীরে কোনও বেবি বাম্প তৈরিই হয়নি৷ তাছাড়াও ছিল অন্যান্য শারীরিক অসুবিধে৷ ফলে গর্ভাবস্থার ৭ মাস পর্যন্ত তাঁরা জানতেনও না গর্ভস্থ শিশুর অস্তিত্ব! তার পর যখন জানতে পারলেন তখন আর্যার বাবা মায়ের চিন্তা ছিল তাঁদের তরুণী বড় মেয়ে এ কথা জানতে পারলে কী বলবেন!
আর্যা যখন প্রথম শুনলেন তিনি দিদি হতে চলেছেন, তখন তিনি বিস্ময়ে হতবাক হয়ে যান৷ কারণ তিনি শুনেছিলেন তাঁর জন্মের সময়ই ইউটেরাসে সমস্যা দেখা দিয়েছিল তাঁর মায়ের৷ পরে চিকিৎসকরা বলেছিলেন তিনি আর মা হতে পারবেন না৷ তাই ভাই বা বোন পাওয়ার আশা তিনিই ছেড়েই দিয়েছিলেন৷ তিনি লিখেছেন তাঁর বাবা ও মা ভাবতেও পারেননি দ্বিতীয় সন্তান আসতে চলেছে তাঁদের জীবনে৷ তাঁরা একটি মন্দিরে গিয়েছিলেন৷ সেখানে তিনি অজ্ঞান হয়ে যান৷ এর পর চিকিৎসের কাছে যাওয়ার পর জানতে পারা যায় আর্যার মা সন্তানসম্ভবা৷ কিছু শারীরিক সমস্যার জন্য তাঁর স্ফীতোদর বা বেবি বাম্প দেখা যায়নি৷
আরও পড়ুন : খাদ্যাভাব ও অর্থসঙ্কটে জর্জরিত পাকিস্তানে পথের ধারে কিশোর বেলুনওয়ালাকে বিরিয়ানি খাইয়ে নেটমহলে সাধুবাদ পেলেন তরুণী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pregnancy, Viral