২৩ বছর বয়সে বোনের দিদি হলেন এই অভিনেত্রী! বহু বাধা পেরিয়ে কন্যাসন্তানের জন্ম দিলেন তাঁর ৪৭ বছর বয়সি মাmalayalam actress arya parvathi gets sibling at 23 years of her age – News18 Bangla

তিরুঅনন্তপুরম: ছোটবেলাতেই খুব ইচ্ছে ছিল একটা ভাই বা বোন থাকুক তাঁর নিজের৷ অবশেষে সেই ইচ্ছে পূর্ণ হল ২৩ বছর বয়সে পৌঁছে৷ জীবনে ২৩ টি বসন্ত পার করে নিজের বোনের দিদি হলেন মালয়লম অভিনেত্রী আর্যা পার্বতী৷ এই টেলিভিশন অভিনেত্রীর ৪৭ বছর বয়সি মা জন্ম দিয়েছেন কন্যাসন্তানের৷ এখন আর্যা অপেক্ষা করছেন কবে বোনের মুখে দিদি ডাক শুনতে পাবেন৷ তবে এখন পরিবারের কাছে যতই আনন্দমুহূর্ত মনে হোক না কেন, চল্লিশোর্ধ্ব মহিলার এই অন্তঃসত্ত্বা পর্ব খুব একটা মসৃণ ছিল না৷ সেই অভিজ্ঞতা হিউম্যানস অব বম্বে পেজে শেয়ার করেছেন আর্যা৷ জানিয়েছেন ইউটেরাইন সমস্যার জন্য তাঁর মায়ের শরীরে কোনও বেবি বাম্প তৈরিই হয়নি৷ তাছাড়াও ছিল অন্যান্য শারীরিক অসুবিধে৷ ফলে গর্ভাবস্থার ৭ মাস পর্যন্ত তাঁরা জানতেনও না গর্ভস্থ শিশুর অস্তিত্ব! তার পর যখন জানতে পারলেন তখন আর্যার বাবা মায়ের চিন্তা ছিল তাঁদের তরুণী বড় মেয়ে এ কথা জানতে পারলে কী বলবেন!

আর্যা যখন প্রথম শুনলেন তিনি দিদি হতে চলেছেন, তখন তিনি বিস্ময়ে হতবাক হয়ে যান৷ কারণ তিনি শুনেছিলেন তাঁর জন্মের সময়ই ইউটেরাসে সমস্যা দেখা দিয়েছিল তাঁর মায়ের৷ পরে চিকিৎসকরা বলেছিলেন তিনি আর মা হতে পারবেন না৷ তাই ভাই বা বোন পাওয়ার আশা তিনিই ছেড়েই দিয়েছিলেন৷ তিনি লিখেছেন তাঁর বাবা ও মা ভাবতেও পারেননি দ্বিতীয় সন্তান আসতে চলেছে তাঁদের জীবনে৷ তাঁরা একটি মন্দিরে গিয়েছিলেন৷ সেখানে তিনি অজ্ঞান হয়ে যান৷ এর পর চিকিৎসের কাছে যাওয়ার পর জানতে পারা যায় আর্যার মা সন্তানসম্ভবা৷ কিছু শারীরিক সমস্যার জন্য তাঁর স্ফীতোদর বা বেবি বাম্প দেখা যায়নি৷

আরও পড়ুন : খাদ্যাভাব ও অর্থসঙ্কটে জর্জরিত পাকিস্তানে পথের ধারে কিশোর বেলুনওয়ালাকে বিরিয়ানি খাইয়ে নেটমহলে সাধুবাদ পেলেন তরুণী

Tags: Pregnancy, Viral



Source link