সেটে ঢুকে নায়িকাকে জড়িয়ে ধরে চুম্বনের চেষ্টা যুবকের, তারপর…| Bangladeshi Actress Shirin Shila is kissed by a fan on camera in viral video

Viral Video, Shirin Shila, Bangladesh, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্যুটিং চলছিল। বাংলাদেশের অভিনেত্রী শিরিন শিলা পরিচালক রানার থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘দ্য রাইটারের’ আউটডোর শুটিংয়ে ব্যস্ত। সেই শ্যুটে নায়িকাকে এক ঝলক দেখতে ভিড় জমায় সাধারণ মানুষ। সেখানে হাজির হয় একটি ছেলেও। নায়িকার থেকে প্রথম খাবার খাওয়ার টাকা চায় সে। এরপরেই নায়িকাকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করে ঐ যুবক। উপস্থিত অনেকেই দাবি করে ঐ যুবক মানসিক ভারসাম্যহীন। সোমবার দুপুরে ঢাকার ধামরাইয়ে ‘দ্য রাইটার’ সিনেমার শুটিংয়ের সেটে এই ঘটনা ঘটে। নেটপাড়ায় সেই ভিডিয়ো ছড়ায় ঝড়ের গতিতে।

আরও পড়ুন- Chiranjit on Mithun Chakraborty: ‘মিঠুন অস্তমিত তারকা, দেবের জায়গায় আমি হলে ওঁকে সুযোগ দিতাম না’ বিস্ফোরক চিরঞ্জিৎ

এ বিষয়ে অভিনেত্রী শিরীন শিলা বাংলাদেশের সংবাদমাধ্যমে বলেন, ‘আমার নতুন সিনেমা ‘দ্য রাইটারের’ আউটডোর শুটিং করতে আমরা ধামরাইয়ের একটি এলাকায় যাই। এ সময় শুটিং স্পটে উপস্থিত একটি ছেলে আমাকে দেখে এগিয়ে এসে আমার সঙ্গে কথা বলতে চায়। পরে আমিও তাকে কাছে টেনে কথা বলতে শুরু করি। ওই সময় ছেলেটি আবেগী কণ্ঠে আমাকে বলে- তার না কি বাবা-মা কেও নেই, তাকে কেউ ভালোবাসে না। এই কথা শুনে তার প্রতি মায়া জন্মে যায়, তাই আমি তার কাঁধে হাত রেখে সমবেদনা জানাই। এ সময় সে বলে তার খিদে পেয়েছে, তখন আমি তাকে খাওয়ার জন্য কিছু টাকাও দিই। তখনই সে আমাকে জড়িয়ে ধরে। আমিও ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছি। ’

আরও পড়ুন- Ananya Guha: শ্যুটিংয়ের ফাঁকে সেটেই চলত পড়াশোনা, উচ্চমাধ্যমিকে কত পেলেন মিঠাইয়ের ‘পিঙ্কি ভাবি’ অনন্যা?

তিনি বলেন, ‘কিন্তু পরে আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতে চাইলে সে আবার আমাকে বলে- সে না কি কখনো গাড়িতে চড়েনি, তাই আজ আমার সঙ্গে গাড়িতে উঠবে। এই বলেই সে আমাকে আবারও জড়িয়ে ধরে আচমকা আমার গালে চুমু খেয়ে বসে। আচমকা এমন একটি ঘটনায় আমি হতভম্ব হয়ে যাই। পরে সেখানে থাকা শুটিংয়ের লোকজন ছেলেটিকে সরিয়ে দিলে আমি গাড়িতে উঠে ফিরে আসি। ’

Read also  Alia Bhatt: ‘ওটা ব্যাগ না জলের বোতল?’ খালি ব্যাগ হাতে আলিয়া, কটাক্ষের জবাব দিলেন রাহার মা

অভিনেত্রী আরও বলেন, ‘আমরা অভিনেত্রী। আমাদের কাজের মূল লক্ষ্য দর্শকদের আনন্দ দেওয়া। তাই আমরা সবসময় দর্শকদের ভালোবাসা পেতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সেজন্য কখনো কোনো ভক্ত কোনো আবদার করলে সেটি পূরণ করার চেষ্টা করি। কিন্তু আজকের এই ঘটনাটি আমার জন্য চরম বিব্রতকর। ছেলেটিকে দেখে আমার মায়া হওয়ায় তাকে কাছে টেনে নিয়েছিলাম। তবে সে যে কাজটা করল, এতে মানুষের প্রতি বিশ্বাসটাই উঠে গেল। এখন থেকে মানুষকে সহজে বিশ্বাস করব না। ’

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link