সাফল্যের শিখরে থাকাকালীনই গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন এই সব তারকা! এখন কেমন আছেন তাঁরা? – News18 Bangla

আব্বাস: দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রিতে অভিনেতা আব্বাস নব্বইয়ের দশকের অন্যতম প্রধান অভিনেতা ছিলেন। তিনি ‘কাধল দেশম’, ‘মিন্নালে’, ‘কান্দু কোন্ডেন কান্দু কোন্ডেন’ প্রভৃতি ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। ২০১৫ সালে তাঁকে শেষ বারের মতো অভিনয় করতে দেখা যায়। কিন্তু এর পর ইন্ডাস্ট্রি থেকে আচমকাই উধাও হয়ে যান তিনি। লকডাউন চলাকালীন একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন যে, তিনি নিউজিল্যান্ডে রয়েছেন। আর সেখানকার পেট্রোল পাম্পে মেকানিকের কাজ করছেন। আব্বাসের বক্তব্য, এই কাজ করতে তাঁর ভালই লাগছে। অভিনেতার এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছিল।

Source link

Read also  Bollywood News: রানি থেকে শুরু করে আলিয়া, মাধুরী, প্রীতি, কম উচ্চতার জন্য সমস্যার মুখে পড়েছিলেন এইসব নায়িকারা?