সলমন খানের প্রথম প্রেমিকার সঙ্গে বিয়ে! এখন সম্পর্কে টাবুর জামাইবাবু! চেনেন কি এক সময়ের এই সুদর্শন নায়ককে? – News18 Bangla

খ্যাতির শিখরে থাকাকালীনই বিয়ে করেছিলেন শাহিন বানুকে। তিনি আসলে অভিনেত্রী সায়রা বানুর আত্মীয়া। এখানেই শেষ নয়, ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যায়, এক সময় এই শাহিন বানুর সঙ্গেই প্রেম ছিল সলমন খানের! এমনকী বলা হয়, সলমনের প্রথম প্রেম ছিলেন শাহিন! ১৯৯০ সালে সুমিতের সঙ্গে সংসার পেতেছিলেন শাহিন এবং ১৯৯৭ সালে তাঁদের একটি কন্যাসন্তান জন্মায়। ১৩ বছর একসঙ্গে ঘর করেছিলেন এই দম্পতি। ২০০৩ সালে বিচ্ছেদ হয় তাঁদের। এর পরে অভিনেত্রী ফারাহ নাজকে বিয়ে করেছিলেন প্রাক্তন অভিনেতা। বর্তমানে সুখেই ঘরকন্না করছেন তাঁরা।

Source link

Read also  kiara advani and sidharth malhotra look dashing in western outfit in their wedding reception in mumbai – News18 Bangla