মায়ের মতো সাজ জাহ্নবীর, গোলাপি শিফনে মনে করালেন শ্রীদেবীকে!
শ্রীদেবী ও বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী কাপুর। বলিউডে পা রেখে নিজের অভিনয়গুণে জনপ্রিয় নায়িকার খেতাব ইতিমধ্যেই পেয়েছেন জাহ্নবী। সম্প্রতি মণীশ মালহোত্রার ডিজাইনে গোলাপি শিফন শাড়ির সাজে দেখা গিয়েছে জাহ্নবীকে। অনেকেই দেখে বলছেন, শ্রীদেবীর মতো শিফন শাড়িতে সেজেছেন জাহ্নবী।