বিমানবন্দরে এ কী ঘটে গেল মালাইকার সঙ্গে! পুরুষ ভক্তের কাণ্ড দেখে সবাই হতবাক

বলিউডের হার্টথ্রব মালাইকা আরোরা। তাঁর সঙ্গে একটি সেলফির অপেক্ষায় থাকেন অগণিত ভক্ত৷ তবে, সম্প্রতি এক ভক্তের সেলফির আবদার মেটাতে গিয়েই তাল কাটল। সেলফি তুলতে আসা এক ভক্তের আচরণে অস্বস্তিতে পড়ে যান বলিপাড়ার ‘মুন্নি’ ৷ ঘটনাটি ঘটেছে মুম্বই বিমানবন্দরে।

বৃহস্পতিবার বিমানবন্দরে দেখা গেল মালাইকাকে। পরণে ছিল কালো ক্রপ টপ, ব্লু ডেনিম চোখে কালো চশমা৷ এয়ারপোর্টে মালাইকাকে দেখতে পেয়েই ঘিরে ধরেন একদল ভক্ত৷ রীতিমতো ভিড় জমতে শুরু করে তাঁকে ঘিরে৷ বেশ কিছু জনের আবদার মিটিয়ে তাঁদের সঙ্গে সেলফিও তোলেন মালাইকা৷ কিন্তু এরপরেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়৷ সেলফির আবদার মেটাতে গিয়ে মালাইকার অনেকটাই কাছে চলে আসেন এক ভক্ত৷ অস্বস্তিতে পড়ে যান অর্জুন কাপুরের বান্ধবী৷ তাঁকে ‘আরাম সে’ বা ‘সামলে’ বলতে শোনা যায় তাঁকে৷

আরও পড়ুন: রোশনের সঙ্গে ফের সংসার করবেন শ্রাবন্তী? আদালতে এমনই মামলা নায়িকার তৃতীয় স্বামীর

আরও পড়ুন: প্রযোজককে ধর্ষণ, প্রোডাকশনের টাকায় যৌনকর্মীকে ডাকার অভিযোগ শাকিবের বিরুদ্ধে! তোলপাড় বাংলাদেশ

পাপারাৎজিরা পোস্ট করার পর থেকেই চর্চায় সেই ভিডিও৷ তবে, বেশির ভাগ ক্ষেত্রেই মালাইকাকে সমর্থন করেছেন অনেকে৷ একজন মন্তব্য করেছেন, “চারপাশে চারজন পুরুষ। তাও এত কাছাকাছি, আমি সে হলে খুব ভয় পেতাম।”

Published by:Ankita Tripathi

First published:

Tags: Entertainment, Malaika Arora

Source link

Read also  Sachin Shroff: ৫০-এ খুঁজে পেলেন ভালোবাসা! ফের সাত পাক ঘুরলেন ‘কুমকুম’ জুহির প্রাক্তন স্বামী