বিমানবন্দরে এ কী ঘটে গেল মালাইকার সঙ্গে! পুরুষ ভক্তের কাণ্ড দেখে সবাই হতবাক
বলিউডের হার্টথ্রব মালাইকা আরোরা। তাঁর সঙ্গে একটি সেলফির অপেক্ষায় থাকেন অগণিত ভক্ত৷ তবে, সম্প্রতি এক ভক্তের সেলফির আবদার মেটাতে গিয়েই তাল কাটল। সেলফি তুলতে আসা এক ভক্তের আচরণে অস্বস্তিতে পড়ে যান বলিপাড়ার ‘মুন্নি’ ৷ ঘটনাটি ঘটেছে মুম্বই বিমানবন্দরে।
বৃহস্পতিবার বিমানবন্দরে দেখা গেল মালাইকাকে। পরণে ছিল কালো ক্রপ টপ, ব্লু ডেনিম চোখে কালো চশমা৷ এয়ারপোর্টে মালাইকাকে দেখতে পেয়েই ঘিরে ধরেন একদল ভক্ত৷ রীতিমতো ভিড় জমতে শুরু করে তাঁকে ঘিরে৷ বেশ কিছু জনের আবদার মিটিয়ে তাঁদের সঙ্গে সেলফিও তোলেন মালাইকা৷ কিন্তু এরপরেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়৷ সেলফির আবদার মেটাতে গিয়ে মালাইকার অনেকটাই কাছে চলে আসেন এক ভক্ত৷ অস্বস্তিতে পড়ে যান অর্জুন কাপুরের বান্ধবী৷ তাঁকে ‘আরাম সে’ বা ‘সামলে’ বলতে শোনা যায় তাঁকে৷
আরও পড়ুন: রোশনের সঙ্গে ফের সংসার করবেন শ্রাবন্তী? আদালতে এমনই মামলা নায়িকার তৃতীয় স্বামীর
আরও পড়ুন: প্রযোজককে ধর্ষণ, প্রোডাকশনের টাকায় যৌনকর্মীকে ডাকার অভিযোগ শাকিবের বিরুদ্ধে! তোলপাড় বাংলাদেশ
পাপারাৎজিরা পোস্ট করার পর থেকেই চর্চায় সেই ভিডিও৷ তবে, বেশির ভাগ ক্ষেত্রেই মালাইকাকে সমর্থন করেছেন অনেকে৷ একজন মন্তব্য করেছেন, “চারপাশে চারজন পুরুষ। তাও এত কাছাকাছি, আমি সে হলে খুব ভয় পেতাম।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Entertainment, Malaika Arora