বিপাশাকে বিয়ের পর বাঙালি ভোজন দেখে চোখ কপালে করণের! প্রথম তিনবার পাঁঠা খাননি কেন
#মুম্বই: ২০১৫ সালে ‘অ্যালোন’-এ মিলন দুই তারকার। ২০১৬-তে সাতপাক ঘুরে দম্পতি হলেন তাঁরা। তার পর কেটে গেল ৭টি বছর। চলতি বছরই জন্ম দিলেন কন্যাসন্তান দেবীর। তাঁরা বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। বাঙালি এবং পঞ্জাবি মিশেল যে অপূর্ব পরিণতি পেয়েছে, তা তো তাঁদের দেখে স্পষ্ট। কিন্তু জানেন কি বিপাশাকে বিয়ের জন্য তাঁর বাবা-মায়ের মন জয় করতে করণ বাংলা ভাষা শিখেছিলেন!
বেশ কয়েক বছর আগে ক্রুষ্ণা অভিষেকের একটি শো-তে এসে তারকা দম্পতি তাঁদের ভাষা-মিলনের গল্প বলেছিলেন। দেখা গেল, করণ একেবারে ঠোঁটস্থ করে ফেলেছেন বাংলা। বাঙালি স্ত্রী বিপাশার থেকেও ভাল ভাবে। ‘জিসম’ ছবি থেকে বিপাশার একটি সংলাপ অনুবাদ করতে দেওয়া হয় বাংলা এবং পাঞ্জাবি। বিপাশা ফেল করে গেলেও দুই ভাষাতেই অনুবাদ করে বাজিমাত করেন পাঞ্জাবি অভিনেতা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bipasha Basu, Karan Singh Grover