বাংলাকে বদনামের চেষ্টা! আগেই সরব হন মমতা, ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির পরিচালককে এবার তলব

কলকাতা: বাংলাকে বদনাম করার প্রচেষ্টা হচ্ছে বলে আগেই মুখ খুলেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ বার ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ (The Diary of West Bengal) ছবির পরিচালক সনোজ মিশ্রকে (Sanoj Mishra) তলব করল কলকাতা পুলিশ। ছবির বিষয়বস্তু নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। তার জন্য আগামী ৩০ মে-র আগে হাজিরা দিতে বলা হয়েছে (Kolkata Police)।

ABP Ananda – Live TV

‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘ দ্য কেরালা স্টোরি’র মতো ছবির বিষয়বস্তু ঘিরে ঢের বিতর্ক হয়েছে। অসত্য এবং বিকৃত তথ্যকে সত্য বলে ছবিতে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দ্য কেরালা স্টোরি’ ছবিতে বিধিবদ্ধ সতর্কীকরণ রাখতে হবে বলেও সম্প্রতি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ছবিটি যে বাস্তবসম্মত নয়, গোটাটাই পরিচালকের কল্পনা, সেই মর্মে ঘোষণার নির্দেশ দেয় শীর্ষ আদালত। 

আর এই বিতর্কের মধ্যেই ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবি ঘিরে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি ছবিটির বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায়। বাংলাকে বদনাম করাই ছবির উদ্দেশ্য বলে তাতে দাবি করেন অভিযোগকারী। সেই অভিযোগের ভিত্তিতেই ছবির পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে বলে খবর। 

‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ নামে যে ছবি তৈরি হচ্ছে, তাতে বর্ণিত বিষয়বস্তুর সত্যতা যাচাই করতেই পরিচালক সনোজকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। যদিও পরিচালকের দাবি, তাঁকে হেনস্থা করাই আসল উদ্দেশ্য। তাই তলব করা হয়েছে পুলিশের তরফে। পরিচালক বলেন, “বাংলায় যে উৎপাত রয়েছে, তার উপর নির্ভর করেই ছবি। বাংলায় সামাজিক অসাম্য, বেকারত্ব, মানুষের যন্ত্রণা, তুষ্টিকরণের রাজনীতি নিয়েই ছবি করছি আমরা। ভোটব্যাঙ্কের রাজনীতি, কী ভাবে মানুষ সরকারকে পাশে পান না, তাই ফুটিয়ে তুলেছি আমরা। বিচারব্যবস্থার উপর আস্থা রয়েছে আমার। কিন্তু আইনের অপব্যবহার হওয়া উচিত নয়। আসলে সত্যের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, বিষয়টি দেখবেন তাঁরা।”

Read also  Aryan Khan's Luxury Brand Collection Dyavol.x Gets Sold Out Within A Day Despite High Prices, Shah Rukh Khan Reacts

‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির শ্যুটিং ৬০ শতাংশ সেরে ফেলা হয়েছে। ছবির ট্রেলারও মুক্তি পেয়েছে আগেই। তাতে বাংলাকে ‘দ্বিতীয় কাশ্মীর’ বলে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, সরাসরি ছবিতে সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করা হয়েছে বলে অভিযোগ। ‘জনসংখ্যায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলে, শরিয়ৎ আইনই চলবে’, এমনও উল্লেখ করা হয়েছে। বাংলায় হিন্দুদের উপর অত্যাচার চলছে, তাঁদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তার পরও রাজ্যের সরকার একটি সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে পদক্ষেপ করছে না বলে উল্লেখ রয়েছ ট্রেলারে। ছবি ঘটনাবলীকে সত্য ঘটনা নির্ভর বলেও উল্লেখ করা হয়েছে।

ছবির ট্রেলারটি সামনে আসতেই তাই বিতর্ক শুরু হয়েছে। বাংলার আইন-শৃঙ্খলার যা পরিস্থিতি, তাকেই ছবিতে ফুটিয়ে তুলেছেন বলে দাবি পরিচালকের। আগেই এ নিয়ে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘দ্য কেরালা স্টোরি’ এবং সর্বোপরি ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’-এর মতো ছবি বিশেষ উদ্দেশ্যে বানানো বলে মন্তব্য করেন তিনি। এই ছবির নেপথ্যেও বিজেপি-র হাত রয়েছে বলে দাবি করেন তিনি। সেই ছবির পরিচালককেই এ বার তলব করল কলকাতা পুলিশ। 

এখানে উল্লেখ্য, ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির নির্মাতা ওয়াসিম রিজভি ওরফে জিতেন্দ্র সিংহ ত্যাগী। উত্তর প্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান তিনি। ধর্মান্তরিত হয়ে মুসলিম থেকে হিন্দু হয়েছেন তিনি। হরিদ্বারে আয়োজিত বিতর্কিত ধর্ম সংসদে ঘৃণাভাষণের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। এর আগে ‘রাম কি জন্মভূমি’ নামে একটি ছবিও তৈরি করেন তিনি।



Source link