‘ফাটাফাটি’ খবর! ঋতাভরী ও আবীরের নতুন ছবিতে গান গাইবেন জাভেদ আলি || Javed Ali will sing in Ritabhari and Abir’s new film name ‘Fatafati’ – News18 Bangla

কলকাতা: ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ও ‘বাবা বেবি ও’-র পর আবারও উইন্ডোজ প্রোডাকশনের হাত ধরে অরিত্র মুখোপাধ্যায়ের তৃতীয় ছবি ‘ফাটাফাটি’ আসছে বড় পর্দায়। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী এবং আবীর চট্টোপাধ্যায়কে। প্রায় এক বছর আগে এই ছবির প্রথম টিজার মুক্তি পেয়েছিল। ইতিমধ্যেই জানা গিয়েছে ১২ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। ছবিতে থাকবে জাভেদ আলির কণ্ঠে একটি গান। উইন্ডোজের পেজ থেকেই শেয়ার করা হয় গানটির টিজার। ক্যাপশনে লেখা ‘বিখ্যাত গায়ক জাভেদ আলি, ‘ফাটাফাটি’তে গান গেয়েছেন, শীঘ্রই আসছে, সঙ্গে থাকুন’। যেখানে দেখা গিয়েছে রেকডিং স্টুডিওতে জাভেদ গানটি গাইছেন। জাবেদের কন্ঠে থাকবে ‘দূর তুমি তত দূর কেন যাব এই ভাবে’ গানটি।

এক বছর আগে যে টিজারটি মুক্তি পেয়েছিল সেখানে দেখা গিয়েছিল এই ছবিটি মূলত বডি শেমিং-এর বিরুদ্ধে কথা বলবে। স্বাস্থ্যবান চেহারার মানুষদের অনেক সময়ই নানা কটুক্তির শিকার হতে হয়। অনেক সময় এতটাই ব্যাঙ্গ করা হয় তাদের চেহারা নিয়ে যে তাদের আত্মবিশ্বাস মাটিতে মিশে যায়। অনেক ক্ষেত্রে অনেকে ভুল পদক্ষেপ নেন। এইসব কিছুর বিরুদ্ধে কথা বলবে এই ছবি।

আরও পড়ুন- বাঙালি মেয়ে রিয়া জড়িয়ে অস্কারের সঙ্গে, ‘নাটু-নাটু’ বাঙালির হাতেও এনে দিল বিশ্বখ্যাতি

স্বাস্থ্যবান হলেও যে সুন্দর হওয়া যায়, ফ্যাশনেবল হওয়া যায়, ভাল করে বাঁচা যায় তা বলতে দেখা যাবে এই ছবিতে ঋতাভরীর চরিত্রটির মধ্য দিয়ে, তেমনটাই আভাস পাওয়া গিয়েছিল প্রথম টিজার থেকে। অন্যদিকে, এ বছর অর্থাৎ ২০২৩ হোলিতে আবারও মুক্তি পেয়েছে আরও একটি নতুন টিজার যেখানে দেখা গিয়েছে ঋতাভরী-আবীর একে অপরকে রঙে রাঙিয়ে দিচ্ছেন। টিজারের ক্যাপশনে লেখা ‘এই রঙের উৎসবে আবির শুধু আকাশে-বাতাসে নয়, কারুর বাসায় আর ভালবাসায় ও। আবীর-ঋতাভরীর রঙিন প্রেমের গল্প নিয়ে আসছে উইনডোজ প্রযোজিত অরিত্র মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘ফাটাফাটি ‘। শুভ মুক্তি – ১২ মে।’

Read also  ডার্ট মিশনের পর নাসা এবার লুসি মিশনে, মুখোমুখি হবে বৃহস্পতির ট্রোজান গ্রহাণুর , NASA now faces Jupiter Trojan asteroid over Lucy mission after Dirt mission,

আরও পড়ুন-  অস্কারের মঞ্চে ভারতীয় তারকাদের চাঁদের হাট, রইল ছবি

প্রথমবারের জন্য জুটি বাঁধতে চলেছেন ঋতাভরী ও আবীর, অন্যদিকে অরিত্র-ঋতাভরী-উইন্ডোজের ‘ব্রহ্মাজানে গোপন কোম্মটি’র প্রবল সাকসেস পর আবার এই ছবি এবং জাভেদ আলীর গান সবটা মিলিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে এবার দেখার পালা ১২ই মে হলে মুক্তি পাওয়ার পর এই ছবি কতটা সাড়া ফেলতে পারে বক্সঅফিসে।

Published by:Sayani Rana

First published:

Tags: Tollywod News

Source link