প্রথম দর্শনেই প্রেম! তবে তানিয়াকে রাজি করাতে বহু কাঠখড় পুড়িয়েছিলেন ববি! কিন্তু অভিনেতার প্রথম সম্পর্কের কথা জানেন কি? – News18 Bangla

রুপোলি পর্দার দুনিয়ায় পা রেখে বহু উত্থান-পতনের সাক্ষী থেকেছেন ববি দেওল। তথাকথিত স্টার-কিড হয়েও কেরিয়ারে খারাপ সময় দেখতে হয়েছে তাঁকে। ববি অভিনীত প্রথম ছবি ‘বরসাত’ চূড়ান্ত সাফল্যের মুখ দেখেছিল। এমনকী শিরোনামে উঠে এসেছিলেন অভিনেতা। প্রথম ছবি হিট হলেও জীবনে এমন এক সময় এসেছিল, যখন তাঁকে ডিজে-র পেশা বেছে নিতেও হয়েছিল। পেশাগত জীবনে যতই ঝড় আসুক না-কেন, ব্যক্তিগত জীবনে ববি বরাবরই সফল! মনের মানুষের সঙ্গে প্রেম, বিয়ে এবং সংসার! আজ শুনে নেওয়া যাক, ববি দেওলের প্রেমের গল্প।

Source link

Read also  Nawazuddin Siddiqu | মানুষ হিসেবে আদৌ কতটা ভাল নওয়াজ? বিস্ফোরক অভিনেতার ভাই, অভিযোগ জানলে অবাক হবেন